X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মনিটরের সামনেই ফ্যাশন ফটোশুট!

লাইফস্টাইল ডেস্ক
১৯ মে ২০২০, ২০:৪৫আপডেট : ২০ মে ২০২০, ১৭:১০
image

থমকে যাওয়া বিভিন্ন ক্ষেত্র নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সময়ের প্রয়োজনেই। ঘরে ল্যাপটপের সামনে বসে অফিসের কাজ তো হচ্ছিলোই বেশ অনেকদিন ধরে। এবার একইভাবে হয়ে গেল ফ্যাশন ফটোশুট! ভাবছেন ভার্চুয়ালি ফটোশুট কীভাবে সম্ভব? ব্যতিক্রমধর্মী এই শুটটির আয়োজন করেছে ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস।’ ফটো সিরিজটির নাম ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ।’

মনিটরের সামনেই ফ্যাশন ফটোশুট!
ম্যাগাজিনটির এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান বলেন, ‘এই বন্দী সময়ে কীভাবে ফটোশুট করা যায় সেটা নিয়ে আমরা ভাবছিলাম। এমন সময় আজরা মাহমুদ আমাদের সাথে শেয়ার করেন এই আয়ডিয়া। আমরা খুবই উৎসাহ নিয়ে কাজ শুরু করি। ফ্যাশন নির্দেশক ফটোগ্রাফার, মডেল- সবাই একযোগে কাজ করেন মনিটরের সামনে থেকেই।’

মনিটরের সামনেই ফ্যাশন ফটোশুট!

মোট সাতটি টিম অংশ নেয় ফটোশুটে, আলাদা আলাদা থিমে। আজরা মাহমুদ ও নুজহাত খানের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি টিমের সঙ্গে ছিলেন ফ্যাশন নির্দেশক, ফটোগ্রাফার ও মডেল। ভার্চুয়াল ফটোশুটের নতুন এই আয়ডিয়াকে স্বাগত জানিয়েছেন দর্শকরাও।

মনিটরের সামনেই ফ্যাশন ফটোশুট!

ক্যানভাসের ফেসবুক পেইজে সিরিজ আকারে প্রকাশিত হচ্ছে ছবিগুলো। প্রতিটি টিমের সঙ্গে লাইভ শোয়ের ব্যবস্থাও থাকছে। নুজহাত জানান, যেহেতু একেবারেই নতুন একটি ধারণা নিয়ে কাজ করা হচ্ছে, সেহেতু বিভিন্ন ধরনের সমস্যা, সুবিধা-অসুবিধা, ভবিষ্যতে আরও কীভাবে এই ধারণা নিয়ে কাজ করা যায়- এগুলো আলোচনা করতেই এই লাইভ শো।

মনিটরের সামনেই ফ্যাশন ফটোশুট!
যেহেতু স্ক্রিনের সামনে শুট, কো-অর্ডিনেশনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। মনের মতো শট পেতে আলোকচিত্রীদের কসরত করতে হয়েছে। তবে সবার প্রচেষ্টা ও উচ্ছ্বাসে এসব প্রতিবন্ধকতা খুব সহজেই দূর করা সম্ভব হয়েছে বলে মনে করেন নুজহাত খান।  

আলোকচিত্রী কৌশিক ইকবাল জানালেন, মাসের শুরুতেই এ ধরনের এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছিলেন তিনি। ঢাকায় বসে শুট করেছেন কানাডায়। এরপর কাজ করেছেন ক্যানভাস ম্যাগাজিনের সঙ্গেও। 'ভার্চুয়াল ফটোশুট নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক কাজ হয়েছে। ভোগ, বাজার ম্যাগাজিন এ ধরনের ফটোশুটের আয়োজন করেছিল আরও আগে, যেখানে কাজ করেছেন প্রফেশনাল মডেল ও ফটোগ্রাফাররা। এই মুহূর্তে অনলাইন মার্কেটিংয়ে প্রাণ নিয়ে আসতে পারে এ ধরনের শুট' বলেন কৌশিক। 

কৌশিক ঢাকায় বসে কানাডার এই শুট করেছিলেন
ভার্চুয়াল শুটে মডেলদের একটু বেশিই পরিশ্রম করতে হয় বলে জানান কৌশিক ইকবাল। কারণ মেকআপ, ড্রেসআপ, লোকেশন এমনকি ক্যামেরা সেটিংটাও তাকেই করতে হয়। তবে প্রতিবন্ধকতা যতই থাকুক, সময়কে থমকে না রেখে এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টা বেশ আশা জাগানিয়া বলেই মনে করছেন এই ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’