X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বড়দিনের আয়োজনে ভাটা তারকা হোটেলে

চৌধুরী আকবর হোসেন
২৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৪৭

প্রতি বছরের মতো এবার বড়দিনে দেশের তারকা হোটেলগুলোতে থাকছে না বর্ণাঢ্য আয়োজন। যিশু খ্রিস্টের জন্মের এই দিনটিকে জাঁকজমকপূর্ণ করতে বিশেষ অনুষ্ঠান থাকতো প্রতিবছর। সান্তাক্লজ ছিলো বড় দিনের বিশেষ আর্কষণ যা এবার থাকছে না অনেক হোটেলেই। করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোনও কোনও হোটেলে আয়োজন হচ্ছে সীমিত পরিসরে।

ক্রিসমাস কেক

বড় দিনে তারকা হোটেলগুলোতে প্রতি বছরের মতো এবার বর্ণিল সাজ থাকলেও আয়োজন হচ্ছে সীমিত আকারে। তবে রেস্তোরাঁয় থাকবে খাবারের আয়োজন। মধ্যাহ্ন এবং নৈশভোজের জন্য হোটেলগুলোতে বিশেষ অফারও রয়েছে।

ঢাকার অন্যতম তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এবার থাকছে না সান্তাক্লজ। ঝুলি ভরা উপহার নিয়ে সান্তা ক্লজ দেখা না গেলেও হোটলটির এলিমেন্ট’স অল ডে ডাইনিং রেস্টুরেন্টে থাকবে বিশেষ আয়োজন। যে কেউ চাইলে এ আয়োজনে অংশ নিতে পারবেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে। বড় কোনও আয়োজন না করলেও হোটেলের লবি ও রেস্টুরেস্টগুলো সাজানো হয়েছে বড়দিনের আমেজে।  হোটলটির এক কর্মকর্তা জানান, করোনার কারণে কোনও ইভেন্ট থাকছে না, তবে যে কেউ চাইলে রেস্টেুরেন্টে এসে বাহারি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর অবস্থানে থাকলেও প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটলটিতে থাকবে বড়দিনের আয়োজন। হোটলে প্রবেশ করলেই সাজসজ্জায় বোঝা যাবে বড়দিনের উৎসব। ক্রিসমাস ট্রি, গুডিজ হাউস , ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে হোটলের বিভিন্ন স্থান। সীমিত আকারে থাকবে কিছু ইভেন্ট। বড়দিনে সকাল ১০টা থেকে হোটেলটির সুইমিং পুলের কাছে সীমিত আকারে বিভিন্ন ধরনের আয়োজন দেখা যাবে। 

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা

রেঁনেসা ঢাকা গুলশান হোটেলে গেল বছরের ন্যায় এবারেও নানান আয়োজন করেছে বড়দিনে। হোটেলের ভেতরে তৈরি করা হয়েছে জিনজার ব্রেড হাউস, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও নানান রঙের বাতি দিয়ে, বাইরেও সাজানো হয়েছে তেমনি ভাবে। আর এই দিনটিকে সামনে রেখে নানা রকমের মূখরোচক খাবারের আয়োজন তো থাকছেই। রাতে থাকবে বুফে খাবারের আয়োজন।  আছে বুফে ব্রাঞ্চ। হোটেলের লবিতে আছে  গুলশান বেকিং কোম্পানি যা ২৪ ঘন্টা খোলা), যেখানে ক্রিসমাস উপলক্ষে পাওয়া যাবে ক্রিসমাস গুডিস।

করোনার কারণে সীমিত আয়োজন করছে লা মেরিডিয়ান ঢাকা। তবে বিশেষ বুফে লাঞ্চ এবং ডিনারের আয়োজন থাকবে প্রতি বছরের মতো। আগত অতিথিদের মানতে হবে স্বাস্থ্যবিধি।

দ্য ওয়েস্টিন ঢাকা

এছাড়া রেডিসন ব্লু ঢাকা, ওয়েস্টিন ,ঢাকা রিজেন্সিও সীমিত পরিসরে করছে বড়দিনের আয়োজন। 

/সিএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা