X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যেভাবে বসনে উঠে এলো বর্ণমালা

প্রিয় বর্ণমালার মর্যাদা রক্ষার দাবিতে রাজপথ ভেসেছিল রক্তে। কষ্টার্জিত সেই বর্ণমালা আজকের প্রজন্ম যেমন ধারণ করেছে চেতনায়, তেমনি ছড়িয়ে দিয়েছে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে। ‘অ আ ক খ’ তাই ঘিরে রাখে আমাদের পোশাক থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের অনুষঙ্গকে।  

নওরিন আক্তার
২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৮

মা! শিশুর মুখের প্রথম বুলি। পৃথিবীর মধুরতম শব্দটি সে শেখে প্রাকৃতিক নিয়মেই। ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে শিশু। শিখতে শুরু করে বর্ণমালা। বর্ণ সাজিয়ে তৈরি হয় নতুন নতুন শব্দ। আরেকটু বড় হয়ে সে জানতে পারে আমাদের বর্ণমালার রক্তাক্ত ও গৌরবান্বিত ইতিহাস। প্রথম শেখা বর্ণমালা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে তার অন্তরে, চেতনায়, আবেগে ও ভালোবাসায়।

যেভাবে বসনে উঠে এলো বর্ণমালা

ভাষা ও বর্ণমালার প্রতি অকৃত্রিম ভালোবাসা কেবল হৃদয়ে ধারণ করেই ক্ষান্ত নয় আজকের তরুন প্রজন্ম। সেই ভালোবাসা তারা ছড়িয়ে দিতে চায় জীবনযাপনের পুরোটা জুড়েই। তাই রক্ত ও ভালোবাসা দিয়ে খোদাই করা যে বর্ণমালা হৃদয়ের গভীরে ঠাই পায়, সেই বর্ণমালাতেই সেজে ওঠে আজকের ফ্যাশন ও জীবন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চয়ন জানালেন, বর্ণমালা আঁকা টি-শার্ট তিনি কেবল একুশে ফেব্রুয়ারিতে পরেন এমন নয়। সারা বছরই প্রিয় এই টি-শার্টের গুরুত্ব তার কাছে থাকে সমান।

ফ্যাশনে বর্ণমালা জনপ্রিয়তা পেতে শুরু করে মূলত ২০০০ সালের পরবর্তী সময় থেকে। ডিজাইনার আনিলা হক পোশাকে বর্ণমালা নিয়ে উল্লেখযোগ্য কিছু কাজ করেন যা তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। একুশের চেতনা ফ্যাশনকে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করতে শুরু করে।

যেভাবে বসনে উঠে এলো বর্ণমালা

বর্ণমালা খচিত পোশাকের সর্বপ্রথম প্রচলনটা অবশ্য শুরু হয়েছিল স্বাধীনতারও বহু আগে। চিত্রশিল্পী কামরুল হাসান তার সৃজনশীলতাকে মূর্ত করে তোলেন পোশাকের ক্যানভাসে। ‘সেটা ১৯৫৬ কিংবা ৫৭ সালের কথা। আমাদের একটা দোকান ছিল, নাম রূপায়ন। দোকানটি পরিচালনা করতেন মা মরিয়ম বেগম। মূলত সুতি পোশাকের উপর ব্লক প্রিন্টের কাজ হতো এখানে। শাড়িতে বর্ণমালা খোদাই করার কাজ সর্বপ্রথম শুরু হয় এখান থেকেই। তখন কাঠের ব্লকের মধ্যে বর্ণমালার আকার করে ছাপ দেওয়া হতো শাড়িজুড়ে’- বলছিলেন কামরুল হাসানের মেয়ে সুমনা হাসান। তখন নারীরা প্রভাতফেরিতে অংশ নেওয়ার সময় মোটা কালো পাড়ের সাদা শাড়ি বেছে নিতো। নিতান্তই সাদামাটা শাড়িতে বাড়তি মাত্রা যোগ করে খানিকটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা থেকেই শিল্পী কামরুল হাসান বর্ণমালা নিয়ে আসেন পোশাকে। শাড়ির বিশাল ক্যানভাসজুড়ে খেলা করতে থাকে অ আ ক খ। এই শাড়িগুলো তখন তুমুল সাড়া ফেলেছিল তরুণীদের মধ্যে। বিশেষ করে যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তাদের জন্য আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়ায় এই শাড়ি। ২০ থেকে ৩০ টাকার মধ্যে একেকটি শাড়ি বিক্রি হতো তখন, যা ছিল সাধারণ মানুষের নাগালের মধ্যেই। তখন বুটিক বা পোশাকের দোকান ছিল না খুব একটা। বর্ণমালার শাড়ির চাহিদা মেটাতে তাই হিমশিম খেতে হতো রূপায়নকে।  

যেভাবে বসনে উঠে এলো বর্ণমালা

বর্তমানে বর্ণমালা কেবল শাড়ির ক্যানভাসেই সীমাবদ্ধ নেই। চাবির রিং থেকে শুরু করে মগ ও গয়নাতেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন নিরীক্ষাধর্মী কাজও হচ্ছে সমানতালে। সাদা, কালোর পাশাপাশি ধূসর ও লালে সাজছে বর্ণমালার পোশাক। কেবল একুশের দিনেই নয়, এসব পোশাক বছরজুড়েই শোভা পাচ্ছে তরুণদের অঙ্গে।

ছবি কৃতজ্ঞতা: সাদাকালো 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে