নিয়মিত ব্যবহার করতে করতে হীরার আংটি জৌলুস হারিয়ে ফেলে। কর্নারগুলোতে ময়লা জমে দেখতেও বিশ্রী লাগে। আবার নিয়মিত সাবান, শ্যাম্পু, লোশন, সুগন্ধির সংস্পর্শে এসে আংটি বিবর্ণ হয়ে পড়ে। ঘরোয়া কিছু উপায়ে খুব সহজে হীরার আংটির চাকচিক্য ফিরিয়ে আনতে পারেন।
- ভিনেগারের সাহায্যে পরিষ্কার করতে পারেন হীরার আংটি। প্রথমে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন আংটি। এরপর পানি ফেলে এক কাপ ভিনেগার ঢেলে দিন বাটিতে। ৫ মিনিট পর উঠিয়ে ধুয়ে মুছে নিন। দেখুন কেমন ঝকঝকে হয়ে গেছে আংটি!
- আধা চা চামচ বেকিং সোডা গরম পানির সঙ্গে মিশিয়ে ডুবিয়ে রাখুন হীরার আংটি। কয়েক মিনিট রেখে উঠিয়ে ফেলুন। চাইলে বেকিং সোডা ও পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে লাগিয়ে রাখতে পারেন যেখানে ময়লা জমেছে সেখানে। কয়েক মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
- আধা কাপ ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন আংটি। এরপর উঠিয়ে ধুয়ে শুকনা করে মুছে নিন।
- পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন ময়লা হয়ে যাওয়া আংটি।