X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কেমন পোশাক পরবেন ভ্রমণে?

জীবনযাপন ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৭:০০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:০০

শীতকাল মানেই ছুটির আমেজ আর দূরে কোথাও ছুট। দেশ বিদেশ ঘুরতে যাওয়ার আগে সঠিক পোশাক বাছাই করাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময়ই দেখা যায় সুটকেস ভর্তি করে পোশাক নেওয়া হলেও পরা হয়েছে গুটিকয়েকই।

 

পোশাক ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি আরামদায়ক হওয়া জরুরি

প্রকৃতির মাঝে উজ্জ্বল রঙে প্রাণবন্ত হয়ে উঠতে চাইলে পোশাকে নিয়ে আসুন রঙগুলো। উজ্জ্বল রঙ এমনিতেই মন ভালো করে দেয়। ভ্রমণে গিয়ে ছবি তোলা হয় প্রচুর। এ ধরনের রঙ ছবিতেও চমৎকার দেখাবে। নিয়ন সবুজ, কমলা, নিয়ন গোলাপির মতো রঙগুলো দিব্যি মানিয়ে যায় ভ্রমণে। আবার সাদার স্নিগ্ধতায়ও সেজে উঠতে পারেন। সাদা রঙের পাশাপাশি হালকা গোলাপি, পিচ, জলপাই সবুজ, শ্যাওলা সবুজ, হালকা নীল, হালকা হলুদ, হালকা বেগুনি, বাদামি, ধূসর, ঘিয়ে এসব রঙের হালকা শেড, টারশিয়ারি রঙগুলো এবং প্যাস্টেল রঙের শেডগুলো বেশ উপযোগী।

রঙের পাশাপাশি ফেব্রিকও গুরুত্বপূর্ণ। দিনে সাধারণত রোদ ও গরম থাকে এ সময়। আবার সন্ধ্যা নামতেই জেঁকে বসে শীত। সুতি পোশাকের পাশাপাশি সিল্ক, মসলিনের মতো পোশাকগুলো রাখতে পারেন সুটকেসে। হালকা ওজনের কারণে এগুলো বহন করাও সহজ। তবে শীতের পোশাক হিসেবে উল বা খাদি পোশাক নেবেন অবশ্যই।

ফ্যাশন হাউস বেলোরা’র স্বত্বাধিকারী বিভা মোশাররফ বলেন, সুতি ও লিলেন কাপড়ে বেশ সহজেই ভাঁজ পড়ে যায়। সুটকেসে ঠাসাঠাসি করে তাই এ ধরনের পোশাক বেশি নেওয়াটা বিড়ম্বনার কারণ হতে পারে। তবে সুতি ঘাম শোষণ করতে পারে বলে ফেব্রিক হিসেবে বেশ আরামদায়ক। তাই সুতির পাশাপাশি জর্জেট, দুপিয়ান, শিফন, ক্রেপ সিল্ক, মসলিন, চিকেন কাপড়ের পোশাক নিতে পারেন ভ্রমণে। কাপড়গুলো এই আবহাওয়ার জন্য যেমন বেশ উপযোগী, তেমনি ভ্রমণে পরার জন্যও উপযুক্ত।

নিয়নের মতো উজ্জ্বল রঙগুলোও পরতে পারেন ভ্রমণে

 

সন্ধ্যার বারবিকিউ পার্টিতে কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতানের পোশাক বেছে নিতে পারেন। সিল্কের পোশাকও বেশ দেখাবে। সালোয়ার কামিজ বা কুর্তির পাশাপাশি এ লাইন, হাই-লো, ফ্লোয়ি, র‍্যাপ ড্রেস, কাফতান, মিনি ব্লেজার ড্রেস, অফ-শোল্ডার ও কোল্ড শোল্ডার ড্রেস, জাম্পস্যুট, শার্ট কিংবা মিডি ড্রেসও পরতে পারেন অনায়াসে। পরা যায় বিভিন্ন ডিজাইনের ফ্রক বা লং গাউনও।

তবে পোশাক যেটাই হোক, আরামদায়ক ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হওয়া জরুরি। প্রাধান্য দিতে হবে স্বাচ্ছন্দ্যকে। নাহলে ভ্রমণের আনন্দ মাটি হবে পুরোটাই।  

পোশাক: বেলোরা
মডেল: নিলুফার দিশা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা