X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পোশাকে বসন্ত ও ভালোবাসার রঙ

জীবনযাপন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫

বাতাসে বইছে ফাল্গুনের আমেজ। ফুল আর নতুন পাতায় সেজে ওঠার অপেক্ষায় প্রকৃতি। বসন্তবরণের জন্য দেশীয় ফ্যাশন হাউসগুলোও নিয়ে এসেছে তাদের ফাল্গুনের সংগ্রহ। একই সঙ্গে উদযাপিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। তাই আয়োজনে প্রাধান্য পাচ্ছে ভালোবাসার রঙও।

লা রিভ

লা রিভ
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, আন্তর্জাতিক ফ্যাশন সিজনের উল্লেখযোগ্য সব প্যাটার্ন আর ফাল্গুন উৎসবের রঙের ফিউশনে তৈরি হয়েছে লা রিভের ফাল্গুন কালেকশন। একই সাথে থাকছে ভালোবাসা দিবসের বিশেষ ক্যাপসুল কালেকশন। কালার প্যালেটে বসন্তের উজ্জল হলুদ, কমলা, নীল, লাল, গোলাপির সাথে প্যাস্টেল, পাউডার ও নিউট্রাল শেডের কম্বিনেশন করা হয়েছে। ফ্লোরাল সেগমেন্টে ২টি প্রিন্ট পাওয়া যাবে, সান-সোকড ও ভিনটেজ ফ্লোরাল। সান-সোকড ফ্লোরাল প্রিন্টের মূল বৈশিষ্ট্য বসন্তের সূর্যের মতো উজ্জ্বল ফুলের প্রিন্ট। শুকনো ছোট ছোট ফুল ও পাতার প্রিন্ট স্টোরিকে ভিন্টেজ ফ্লোরাল নাম দেওয়া হয়েছে।

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ
পাখির রঙ ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের ভালোবাসা দিবস ও বসন্ত সংগ্রহে। পাখি প্রকৃতির অনিন্দ্য উপহার। রঙের বৈচিত্র্য আর বাহারে চোখ জুড়ায়। রংধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। আর পলাশ ফুলের সাথে বসন্তের এক নিবিড় যোগাযোগ রয়েছে। এসব রঙে প্রাণিত হয়েছেন রঙ বাংলাদেশ এর ডিজাইনাররা। তাই  কাপড় ক্যানভাস হয়ে উঠেছে বর্ণময়।মূল রঙ হিসেবে হলুদ, গোল্ডেন হলুদ, প্যারোট গ্রিন, পেস্ট, নীল, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন, হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। হাফসিল্ক, স্লাব কটন, পেপার সিল্ক, কটন, লিলেন, নেট, ধুপিয়ান ও সেমি পিওর কাপড়ে পোশাকে নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে।

ভালোবাসা দিবসের আয়োজনে মূল রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে লাল ও মেরুন রঙ। পাশাপাশি থাকছে গোল্ডেন ও ব্রাউনের মতো রঙ।

সারা লাইফস্টাইল

সারা লাইফস্টাইল
বসন্ত আর ভালোবাসা দিবসের মেলবন্ধনে নতুন কালেকশন এনেছে সারা লাইফস্টাইল। আয়োজনে রয়েছে ফ্লোরাল মোটিফে হলুদ, কমলা, বাসন্তী রঙের সাথে রয়েল ব্লু, গোলাপি ও সাদা রঙের ভ্যারিয়েশন। রঙিন সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড় এই সংগ্রহের অন্যতম বিশেষত্ব।

‘সারা’ লাইফস্টাইলের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল প্রিন্টের।

অঞ্জন`স

অঞ্জন’স
হলুদ, বাসন্তী, সবুজ, লাল, কমলাসহ বিভিন্ন রঙে সাজানো হয়েছে অঞ্জন’সের বসন্তের সংগ্রহ। সুতি, ভয়েল, লিনেন কটন, সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা