X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস

শাড়ির বিক্রি বেশি, জুয়েলারিতে আগ্রহ কম ক্রেতার

ওবাইদুর সাঈদ, ঢাকা কলেজ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২

১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত বরণের মধ্য দিয়ে বাংলাদেশে পালন করা হয় পহেলা ফাল্গুন। দিনটিকে কেন্দ্র করে থাকে নানা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উৎসব আয়োজন করা হয়। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি তরুণ-তরুণীদের কাছে একটি বিশেষ দিন। দিনটিতে তরুণীরা সাজে নতুন শাড়ি-চুড়ি ও ফুলের গহনায়। ভিড় লেগে থাকে ফুলের দোকানগুলোতে। বাদ যায় না শাড়ি-চুড়ির দোকানগুলোও।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া, চাঁদনিচক ও হকার্স মার্কেটের শাড়ি-চুড়ির দোকানগুলোতে স্বাভাবিকের চেয়ে ভিড় কিছুটা বেশি দেখা যায়। ক্রেতাদের অধিকাংশই তরুণ-তরুণী।

তবে ব্যবসায়ীরা বলছেন, আগের মতো কোনও বিশেষ দিবসকে কেন্দ্র করে এখন আর বেচাকেনা জমে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। করোনার আগে এমন দিনগুলোকে উপচে পড়া ভিড় থাকতো। একদিনে এক সপ্তাহের বেচাকেনা হয়ে যেতো! শাড়ির বিক্রি বেশি, জুয়েলারিতে আগ্রহ কম ক্রেতার

গাউসিয়া মার্কেটের নিচতলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুয়েলার্সের প্রোপাইটর ইয়াসিন আরাফাত জানান, নিচতলায় আমার দোকান একদম গেট বরাবর। ভালোবাসা দিবস উপলক্ষে ভিড় থাকার কথা ছিল। কিন্তু দোকান ফাঁকা। আগের মতো ব্যবসা জমে না।

বেচাকেনা কম কেন জানতে চাইলে তিনি জানান, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব আমাদের ব্যবসায় চরম আকারে পড়েছে। সবকিছুর দাম বাড়তি। মানুষ খাবে নাকি সাজবে—এইটাই এখন বড় ব্যাপার। আমরা ব্যবসায়ীরা আগের মতো নেই। অন্যদিন যেমন বেচাকেনা আজও তার ব্যতিক্রম নয়। দিবস উপলক্ষে বাড়তি কোনও বেচাকেনা নেই। শাড়ির বিক্রি বেশি, জুয়েলারিতে আগ্রহ কম ক্রেতার

বিপরীতচিত্র দেখা যায় শাড়ির দোকানগুলোতে। হকার্স মার্কেটে গিয়ে দেখা যায় ক্রেতার ভিড়। দোকানিরা ব্যস্ত বেচাকেনায়। কেউ শাড়ি দেখাচ্ছেন। কেউবা কিনছেন। ফেরদৌস শাড়ি'জ-এর প্রোপাইটর শাহ আলম জানান, পহেলা ফাল্গুন উপলক্ষে বেচাকেনা বেড়েছে। তবে গতকালের তুলনায় একটু কম। উৎসবের বেচাকেনা গতদিনে বেশি ছিল। বিশেষ করে শাড়ির বিক্রি বেশি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত উৎসবের শাড়িগুলো কিনছেন। তাছাড়া বইমেলা উপলক্ষেও শাড়ির বিক্রি বেশি। দাম বিভিন্ন শাড়ির বিভিন্ন রকম। ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা শাড়িও বিক্রি করছি।

রাজধানীর হোম ইকোনমিক্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী তাবাসসুম আহমেদ হকার্স মার্কেটে শাড়ি কিনতে এসেছেন। তিনি জানান,  আগামীকাল পহেলা ফাল্গুনে জাতীয় জাদুঘরে আমার একটি এক্সিবিশন আছে। সে জন্য মাকে নিয়ে নতুন শাড়ি ও চুড়ি কিনেছি। বসন্ত বরণ অনুষ্ঠানেও যোগ দিবো। এটা শেষ করে বইমেলায় যাবো শাড়ি পড়েই।

/এমএস/
সম্পর্কিত
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
সর্বশেষ খবর
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি