কাউকে কাউকে মশা বেশি কামড়ায়। গবেষকরা বলছেন, এর একটি কারণ হচ্ছে নির্দিষ্ট রঙের পোশাক পরা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী দিয়েগো আলোনসো সান আলবার্তো এবং ক্লেয়ার রাশের নেতৃত্বে গবেষকদের একটি দল দ্বারা পরিচালিত গবেষণায় কোন রঙ মশাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা পরীক্ষা করা হয়। পরবর্তীতে গবেষণার ফল নেচার জার্নালে প্রকাশিত হয়।
গবেষণায় দেখা গেছে যে মশারা গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয়। লাল, কমলা, সায়ান (নীলের একটি শেড), কালোর মতো দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রঙের প্রতি মশার রয়েছে আগ্রহ। এসব রঙের প্রতি সংবেদনশীলতা তৈরির কারণে গবেষণা চলাকালীন সময়ে মশা দ্রুত উড়েছিল এবং এই রঙগুলোর কাছাকাছি অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করছিল। অন্যদিকে সবুজ, বেগুনি, নীল এবং সাদার মতো রঙগুলোর প্রতি তারা ছিল উদাসীন।
গবেষকরা বলছেন, লাল-কমলা ধরনের রঙের প্রতি মশাদের আকর্ষণের একটা বড় কারণ হচ্ছে মানুষের ত্বক এই ধরনের শেডের একটা আভা দেয়। তবে কালো রঙও কিন্তু মশার খুব প্রিয়। এই রঙ তাপ শোষণ করে- এই কারণেই মশারা পছন্দ করে কালো।
আমরা সবসময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। মশা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড শনাক্ত করার পরেই গাঢ় রঙগুলোর দিকে ধাবিত হয়।