X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরণের উদ্যোগ চলছে: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ১৯:৩০আপডেট : ১১ মে ২০২৫, ২১:১৩

জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রভাব দেশের ক্রীড়াঙ্গনেও পড়েছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানের কারণে কিছু সময় ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছিল।

রবিবার (১১ মে) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, বর্তমানে ক্রীড়াঙ্গনকে পুনরায় সক্রিয় করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম চলছে। দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ভেঙে দেওয়া ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে।

আসিফ মাহমুদ সজীব বলেন, আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারও পুনরুজ্জীবিত হচ্ছে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর জীবন গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু স্বল্পতা রয়েছে, তবে তা বাড়ানোর চেষ্টা চলছে। সুষ্ঠু বণ্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রকে আরও প্রমোট করা সম্ভব হবে।

বিভিন্ন করপোরেশন ও ব্যবসায়ীদের স্পোর্টস সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ৯ থেকে ১১ মে পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫।

তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের মোট ১০৮১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে পুরুষ খেলোয়াড় ৫১৭ জন, মহিলা ২২৩ জন, ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং রেফারি ও জাজ ছিলেন ৮০ জন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিপায় পড়ে’ ডিসি-এসপিরা ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
‘চিপায় পড়ে’ ডিসি-এসপিরা ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’