X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ১৪:৪০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৬:২৫

সব বাবা-মাই চান শিশু বেড়ে উঠুক সৃজনশীল মনোভাব নিয়ে, বুদ্ধিবৃত্তিতে সে ছাড়িয়ে যাক সবাইকে। তবে সেজন্য চাপ প্রয়োগ করে নয়, বরং শিশুর জীবনযাত্রার উপরে গুরুত্ব দিন। তার বুদ্ধির সঠিক বিকাশে কী করবেন আর কী করবেন না জেনে নিন সেটা।

 

১। শিশুর সঙ্গে প্রচুর কথা বলুন। শিশু মনে প্রশ্ন জাগে এমন কাজ করুন। নানা রকম প্রশ্ন করুন শিশুকে যেন সে মাথা খাটাতে পারে। এতে শিশুদের একাগ্রতা বাড়ে।

২। অন্যান্য খেলনা এবং সফট টয়ের পাশাপাশি বুদ্ধি বাড়বে এমন খেলনা উপহার দিন শিশুকে।

৩। আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। শিশুরা প্রচুর কথা বলে। তাদের বিভিন্ন অভিজ্ঞতা বাবা-মায়ের সঙ্গে শেয়ার করতে ভালোবাসে তারা। শিশুদের বেশিরভাগ কথা বড়দের কাছে গুরুত্বপূর্ণ না হলেও তাদের কাছে কিন্তু জরুরি। এটা মনে রেখে অবশ্যই মনোযোগ দিয়ে শিশুর কথা শুনুন। বিরক্ত হবেন না। এতে শিশু কথা বলার সময় নিরাপদ বোধ করবে। এতে ভবিষ্যতে সে আত্মবিশ্বাসী হবে।

৪। শিশুর স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন। এতে বুদ্ধির বিকাশ বাড়বে। পড়ার বইয়ের পাশাপাশি গল্পের ও ছড়ার বই পড়ার প্রতি তাদের উৎসাহী করে তুলুন। এতে তাদের জ্ঞানের পরিধি বাড়বে, বুদ্ধিরও বিকাশ হবে।

৫। শিশুকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশু আলাদা। কেউ গান ভালো পারে, কেউবা ছবি আঁকায় তুখোড়। শিশু যেটা ভালো পারে না সেটা নিয়ে অন্য শিশুদের সঙ্গে তুলনা করা বা তিরস্কার করা খুবই অনুচিত। বরং যেটাতে সে ভালো, সেটা নিয়ে ভূয়সী প্রশংসা করুন। যেটাতে ভালো না, সেটাতে আরও ভালো করার জন্য উৎসাহ দিন।

৬। চিন্তাশক্তি গড়ে তুলতে প্রয়োজন মজবুত স্মৃতিশক্তির। এজন্য শিশুর মনঃসংযোগ বাড়ানো দরকার। রোজ সকালে ধ্যান করতে শেখান, আপনিও করুন। আপনাকে দেখে সে শিখবে।

৭। শিশুর সব কাজ নিজে করে দেবেন না। বরং খাওয়া, গোসল করা, ঘর গোছানোর মতো কাজ নিজে করতে উৎসাহিত করুন।

৮। শিশুকে অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ দিন। এতে অন্যের সঙ্গে কোনও কিছু ভাগ করে নেওয়া, কেয়ার করা ইত্যাদি মানবিক গুণাবলি শিখবে শিশু।  

৯। শিশুর খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার, যা শিশুর বুদ্ধির বিকাশে ঘটাতে পারে। জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড থেকে শিশুদের যতটা দূরে রাখতে পারবেন, ততই ভালো। রোজ অল্প করে আমন্ড খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। বাদাম খেলে শরীরে উপকারী ফ্যাট যায়। স্মৃতিশক্তিও ভাল হয় আর মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়ে।

১০। শিশুকে রঙ পেন্সিল দিন ও ইচ্ছে মতো আঁকতে উৎসাহিত করুন। 

১১। সময় সুযোগ মতো শিশুকে নিয়ে ঘুরতে যান। এতে তাদের মেধার বিকাশ হবে। সবসময় যে সমুদ্র বা পাহাড়েই যেতে হবে এমন নয়। আশেপাশের গাছপালা, পাখি দেখিয়েও শিশুর সঙ্গে গল্প করতে পারেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ