X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দীর্ঘ ভ্রমণেও সাজে থাকুন সাবলীল

জীবনযাপন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১১:১১আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:১১

আসছে শীতকাল। হিম হিম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে অজানার উদ্দেশ্যে বের হয়ে পরার আগে ঝক্কি ঝামেলাও কিন্তু কম পোহাতে হয় না। সকল প্রস্তুতি ঠিকঠাক নেওয়ার পাশপাশি নিজেকেও রাখতে হবে সুন্দর ও সাবলীল। তবেই না ভ্রমণ হয়ে উঠবে আনন্দময়! বাস-ট্রেন হোক কিংবা বিমান, দীর্ঘ ভ্রমন সবসময়ই ক্লান্তিকর। এই ক্লান্তির ছাপ যেন আপনার চেহারাকে বিপর্যস্ত করতে না পারে সেজন্য চলতি পথের মেকআপটা নিতে হবে বুঝেশুনে। আবার অজানা জায়গায় গিয়েও যেন হাতের কাছে পাওয়া যায় প্রয়োজনীয় মেকআপ সামগ্রী, সেটার জন্যও রয়েছে প্রস্তুতি। ভ্রমণে যাওয়ার আগেই সচেতনতার সাথে বাছাই করে নিন সেগুলো।

চলতি পথের সাজ
ভ্রমণ পথের সাজ হতে হবে হালকা ও আরামদায়ক। যা পথের ধুলাবালি ও ক্লান্তির মধ্যেও আপনাকে রাখবে ঝরঝরে স্নিগ্ধ। সারাদিনের রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন লোশন লাগাতে হবে অবশ্যই। ত্বক বেশি তৈলাক্ত হলে সানস্ক্রিনের ওপরে সাদা পাউডার লাগাতে পারেন। তবে খুব হালকা করে লাগাবেন। পাউডারের পাফটা বুলিয়ে নিন শুধু একটু। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার লোশন লাগাতে ভুলবেন না। চোখের কোল ঘেঁষে পেনসিল কাজল ছুঁয়ে দিন। যারা আইলাইনার লাগিয়ে স্বাচ্ছন্দ্য, তারা চিকন করে আইলাইনারের রেখা টেনে নিতে পারেন। তবে দিনের ভ্রমণে কখনোই ফাউন্ডেশন লাগাবেন না। কারণ ভারী মেকআপ যেমন অস্বস্তি বাড়িয়ে দেয়, তেমনি দীর্ঘ সময় এটা ত্বকে রাখাও অনুচিত। চলতি পথের সাজে মাস্কারা, আইশ্যাডো ও ব্লাশারও এড়িয়ে চলুন। পথের ধুলাবালি ও শীতের বাতাসে ত্বক হয়ে পড়ে নির্জীব। এর ফলে ত্বক ফেটে যায়। বিশেষ করে এ সময় ঠোঁট ফাটে অতি দ্রুত। তাই লিপস্টিক ব্যবহার করুন বুঝেশুনে। ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুকনো করে তুলবে। এজন্য জার্নিতে ম্যাট লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। ঠোঁট রাঙাতে লিপগ্লস বেছে নিতে পারেন। ম্যাট লিপস্টিক যদি দিতেই হয় তবে উপরে স্বচ্ছ গ্লসের তুলি বুলিয়ে নিন।

দিনের বেলা খুব গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করবেন না। প্রাকৃতিক রঙেই উজ্জ্বল থাকুন যাত্রা পথে। ভ্রমণের আগে নেইল পলিশ না লাগানোটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ ব্যাগপত্র টানাটানিসহ নানা ঝক্কি ঝামেলায় নেইল পলিশ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি লাগাতেই হয় তবে খুব গাঢ় রঙ বাদ দিয়ে ন্যাচারাল রঙকেই বেছে নিন। অনেকের চোখের নিচের অংশ ফুলে থাকে যাকে পাফি আই বলা হয়। এ ধরনের চোখ যাদের, তারা দীর্ঘ ভ্রমণে বের হওয়ার আগে একটি পরিষ্কার কাপড়ে এক টুকরো বরফ নিয়ে চোখের নিচে চেপে লাগান। ফ্রেশ লাগবে মুহূর্তেই। চোখের পাফি ভাবটাও কমে আসবে। ভ্রমণ পথে চুল খুলে রাখবেন না। এতে কেবল জটই বাধে না, ধুলাবালিতেও ক্ষতিগ্রস্ত হয় চুল। ভ্রমণের সময় চুলে জেল দেওয়া বা কোনও ধরনের বিশেষ সেটিং করারও দরকার নেই। বড় চুল হলে বেণি বা খোঁপা করে ফেলুন। চুল যদি ছোট হয় তবে পনিটেইলে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারেন। যাত্রা শুরুর আগে চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার লাগিয়ে নিলে চুল শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।  

দীর্ঘ জার্নিতে যাওয়ার আগে হাতের কাছে রাখুন অপরিহার্য কিছু কসমেটিকস। হ্যান্ড ব্যাগে রাখতে পারেন সেগুলো যেন ভ্রমণ পথে চট করে বের করা সম্ভব হয়। ছোট আয়না, চিরুনি তো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঠোঁট শুকনো হয়ে পড়লে ভ্যাসলিন বা লিপগ্লসটাও লাগবে। ওয়েট টিস্যুর বক্স রাখতে পারেন। চলতি পথে মুখ ও গলায় একটু বুলিয়ে নিলে ধুলাবালির প্রকোপ থেকে মুক্তি মিলবে অনেকটাই। ময়েশ্চারাইজিং টিস্যুর প্যাকেট রাখাও জরুরি। ত্বক শুষ্ক হয়ে পড়লে কাজে লাগবে।  

/এনএ/
সম্পর্কিত
শ্যাম্পু করার সময় এই ৭ ভুল করছেন না তো?
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
গ্রীষ্মের গরমে ত্বকের যত্ন নেবে পাকা পেঁপে
সর্বশেষ খবর
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া