X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ত্বকের বাড়তি তেল দূর করতে কার্যকর এই ৩ ঘরোয়া প্যাক

জীবনযাপন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ১৬:১১আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:১১

গরমে তৈলাক্ত ত্বকের বিড়ম্বনা বাড়ে। বাড়তি তেলের কারণে ধুলাবালি যেমন বেশি আকর্ষিত হয়, তেমনি বাড়ে ব্রণের প্রবণতাও। ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের জন্য ঘরে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের বাড়তি তেল টেনে নেবে ও ত্বক রাখবে উজ্জ্বল ও সুন্দর। জেনে নিন কোন কোন প্যাক তৈলাক্ত ত্বকে ব্যবহার করবেন।

১। টমেটো ও অ্যালোভেরা 
টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী উপাদানে পরিপূর্ণ টমেটো ত্বককে নমনীয় এবং মসৃণ রাখে। অন্যদিকে অ্যালোভেরা কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে এবং স্থিতিস্থাপকতা এবং দীপ্তি বাড়ায়। এটি ত্বককে শীতল করে এবং দাগ, জ্বালা ও লালভাব কমাতে কাজ করে। 

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ৩ টেবিল চামচ টমেটোর রস ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ধোয়ার পর এই প্যাক লাগান এবং ৩০ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে বৃত্তাকার গতিতে আলতো করে ঘষে ত্বক ধুয়ে ফেলুন। 

২। শসা এবং ওটমিল
ব্রণ প্রবণ ত্বকের জন্য দারুণ এই প্যাক। শসা শীতলকারী হিসেবে অসাধারণভাবে কাজ করে এবং ত্বকের ফোলাভাব কমাতে এবং দাগ সারাতে সাহায্য করে। অন্যদিকে ওটমিল প্রদাহ কমাতে কাজ করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলে।

খোসা ছাড়ানো একটি শসা, ২ টেবিল চামচ ওটমিল এবং ১ চা চামচ মধু গ্রাইন্ডারে পিষে পেস্ট বানিয়ে নিন। মুখ ধুয়ে এরপর এই পেস্ট লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

৩। মধু ও দই
ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্রণের অন্যতম প্রধান কারণ। মধু এবং টক দই ব্রণ দূর করতে সাহায্য করতে পারে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং প্রদাহ প্রতিরোধ করে এটি। দই একটি প্রোবায়োটিক যা ত্বককে সুস্থ রাখে। এতে আলফা-হাইড্রোক্সি অ্যাসিড থাকে যা মৃত কোষ দূর করে এবং কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে। এই প্যাক ত্বকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে বাধা দেয়, যার ফলে সংক্রমণের ঝুঁকি কম হয়।

আধা কাপ কাপ টক দই এবং ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুকানোর পর এই ময়েশ্চারাইজারটি মুখে লাগান এবং ৩০ মিনিটের জন্য রাখুন। মাস্কটি অপসারণ করতে এবং আপনার ত্বককে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করতে ঠান্ডা পানি ব্যবহার করুন।

/এনএ/
সম্পর্কিত
কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?
যেসব কারণে এই সময়ে ত্বকে বরফ ঘষবেন
শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি
সর্বশেষ খবর
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?