X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সবুজের বুক চিরে নেমে আসা সাদা পাথর (ভিডিও)

উদিসা ইসলাম, ভোলাগন্জ থেকে
১৪ জুন ২০২১, ২০:৫০আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫০

সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই। এখানে পাহাড় আর নদের সম্মিলন। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা নদটি এপারে মুগ্ধতা ছড়ায়। এখানে পাহাড়গুলো দুদেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে। ধলাই নদের উৎসমুখে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। দলে দলে পর্যটক ভিড় করছেন সবুজের মেলা আর পাথুরে নদীর শীতল জলে শরীর ডুবিয়ে রাখার লোভে।

সিলেট শহর থেকে মাত্র ৩৮ কিলোমিটার পথ।  মসৃণ পথের দুপাশে চা বাগান পার হলে ফসলি মাঠ আর বিস্তীর্ণ প্রান্তর। কাছাকাছি যেতে ধীরে ধীরে দৃশ্যমান হয় মেঘের আড়ালে থাকা সবুজে মোড়া পাহাড়।

সবুজের বুক চিরে নেমে আসা সাদা পাথর (ভিডিও) দেড় ঘণ্টা পরে গাড়ি থামে ভোলাগন্জ ঘাটে। অন্যকোন ঘাটের মতো না, ট্রলার পর্যন্ত পথে আপনাকে নিয়ে কেউ  কোন টানাটানি করবে না। ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করে মূল গন্তব্য সাদা পাথরের উদ্দেশে যেতে সময় লাগবে ১৫ মিনিট। একেকটি ট্রলার লোক নেয় আটজন। এর বেশি না। ভাড়া যাওয়া-আসা মিলিয়ে একশ টাকা।

ট্রলার যত সামনে এগোয়, মুগ্ধতা ততই বাড়তে থাকে। ধলাই নদের পানি এমনিতেস্বচ্ছ নীল, বর্ষাকালে ওপারের ঢলে পানি ঘোলাটে হয়। নৌকা চলতে চলতে চোখে পড়ে মেঘালয়ের আকাশছোঁয়া পাহাড়।

সবুজের বুক চিরে নেমে আসা সাদা পাথর (ভিডিও)
পনেরো মিনিট পরেই ট্রলার থামে সাদা পাথরের দ্বীপে। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার শব্দ, পানির তীব্র স্রোত আর ওপারের সবুজ পাহাড় নয়নজুড়িয়ে দেয়। শীতল জলের স্পর্শে প্রাণ জুড়াবে নিমিষে।

এখানে ছোট ছোট সাত-আটটা দোকান বসে রোজ। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা। চিপসের প্যাকেট, প্লাস্টিকের নানা খেলনা, স্যান্ডেল, গোসলের সামগ্রী বিক্রি হয়। এর যাবতীয় ময়লা, বাদামের খোসা যেখানে-সেখানে ছড়ানো। দিন শেষে সেসব এক জায়গায় করার চেষ্টা করেও লাভ হয় না। এখানে পর্যটকদেরকে ঘিরে ৪৪ জন ফটোগ্রাফার কাজ করেন। প্রতিটা ছবি ৫ টাকার বিনিময়ে  তুলে মোবাইলে ট্রান্সফার করে দেন তারা।

সবুজের বুক চিরে নেমে আসা সাদা পাথর (ভিডিও) এসবের বাইরে সাদা পাথর এলাকায় এখন মানুষের ভিড়। ট্রলারচালকদের সাথে কথা বলে জানা যায়, শুক্র আর শনিবার সবচেয়ে বেশি ভিড় হয় এখন। সকাল ৬টা থেকে শুরু হয়। ভিড় সামলানো কঠিন হয়ে যায়। তারপরও এই সাদা পাথর দেখাকে ঘিরে এই এলাকার স্থানীয় মানুষ এখন নতুন জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে।

 

 

/এমএস/এফএএন/
সম্পর্কিত
শুকনো হাওরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে প্রকৃতিপ্রেমীদের ঢল
ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়
সর্বশেষ খবর
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের