X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যালার্জি কী ও কেন হয়, প্রতিকার কী?

ডা. ইসমাইল আজহারী
২৯ জুন ২০২১, ১৫:০০আপডেট : ২৯ জুন ২০২১, ১৫:০০

ইদানীং ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জির সমস্যায় ভুগছেন অনেকেই। করোনার এই প্রাদুর্ভাবে নাক দিয়ে পানি পড়লেই আতঙ্ক চেপে ধরছে অনেককে। তবে ঠান্ডা, সর্দি-কাশি ও চোখ দিয়ে পানি পড়ার সমস্যা আগেও ছিল। আর এগুলো হয়ে থাকে মূলত অ্যালার্জির কারণেই।

এবার তবে জেনে নিই অ্যালার্জি কী? অ্যালার্জি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার এমন একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের বা ঋতু সংক্রান্ত কোনও অ্যালার্জেনের কারণে শরীরে হাইপারসেনসিটিভিটি তথা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায়। অ্যালার্জেন হলো সেই বস্তু বা উপাদান, যা কোনও মানুষের শরীরে দ্রুত এ প্রতিক্রিয়া তৈরি করে।

 

অ্যালার্জিক রিয়েকশন কী?

কোনও অ্যালার্জেন শরীরের সংস্পর্শে এলে যেসব অপ্রত্যাশিত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেটাই অ্যালার্জিক রিঅ্যাকশন। এটাকে হাইপেরসেনসিটিভিটি রিয়েকশনও বলে। এ প্রতিক্রিয়াকে চার ভাগে ভাগ করা যায়, তবে চার প্রকারের মধ্যে টাইপ-১ হাইপারসেনসিটিভিটি নিয়েই আলোচনা করবো।

কোনও অ্যালার্জেনের সংস্পর্শে শরীরের সাধারণ যেসব হাইপারসেনসিটিভিটি রিয়েকশন দেখা দেয় তাকে টাইপ ওয়ান হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন বলা হয়। আমরা যেটাকে অ্যালার্জি হিসেবে জানি, সেটাই মূলত টাইপ-ওয়ান।

 

সাধারণ প্রতিক্রিয়া

অ্যালার্জিক রাইনাইটিস: অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজলে, পুকুরে গোসল করলে, ধুলোবালি নাকেমুখে গেলে বা ঠান্ডা পানীয় পান করলে কারও কারও সর্দি-কাশি শুরু হয়ে যায়। আবার একই কাজে দেখা গেলো আরেকজনের কিছুই হচ্ছে না। অর্থাৎ বৃষ্টি, ধুলো বা ঠান্ডা পানীয় কারও জন্য অ্যালার্জেন, কারও জন্য স্বাভাবিক বস্তু। স্বাভাবিক বস্তুগুলো যাদের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে তাদের সর্দি-কাশি শুরু হলে সেটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস।

অ্যালার্জিক রাইনাইটিস হলে শ্বাসযন্ত্রের মিউকাস মেমব্রেনগুলো আক্রান্ত হয় এবং হিস্টামিনের প্রভাবে সেখান থেকে প্রচুর মিউকাস তৈরি হয়। শ্বাসযন্ত্রে লুউকোট্রিন নামক এক প্রকার পদার্থ তৈরি হয় যা কাশির উদ্রেক তৈরি করতে শ্বাসযন্ত্রকে উত্তেজিত করে তোলে।

নাক দিয়ে পানি পড়া, সঙ্গে হালকা জ্বর- এসব অ্যালার্জিক রাইনাইটিসের কারণে হতে পারে। অনেক সময় রাইনোভাইরাসও এ ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

অ্যালার্জিক কনজাংটিভাইটিস: এমনটা হলে চোখ লাল হয়। চোখ দিয়ে পানি পড়ে, ব্যথাও করে। ৬-১২ বছরের শিশুদের এটি বেশি দেখা দেয়। যাদের শরীর কোনও নির্দিষ্ট অ্যালার্জেনের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় তাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। কিছু শিশুদের দেখা যায়, পুকুরে গোসল করলে বা বাইরে খেলাধুলা করলে চোখ লাল হয়ে যায়, পানি পড়ে এবং চোখ চুলকায়। এটা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণে হয়।

ফুড অ্যালার্জি: মাংস, বেগুন বা বাইরের খাবার খেলেই অনেকের চুলকানি দেখা দেয়। বমি বমি ভাব হয়। এটা হলো ফুড অ্যালার্জি। মানে তাদের শরীর ওই সব খাবারের জন্য উপযোগী নয়।

ড্রাগ অ্যালার্জি: কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা কোনও অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর শরীর চুলকাতে থাকে। এতে বোঝা যায় ওই এন্টিবায়োটিকের প্রতি তার হাইপারসেনসিটিভিটি রয়েছে এবং ওষুধটা তার শরীরে অ্যালার্জেনের কাজ করছে। এমনটা হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ বদলে নিতে হবে। কোনও ওষুধ ব্যবহারের ফলে যদি হাইপেরসেনসিটিভিটি রিয়েকশন শুরু হয় তবে সেটা হলো ড্রাগ অ্যালার্জি।

এনাফাইলেক্টিক রিএকশন: এনাফাইলেকটিক রিঅ্যাকশন হচ্ছে এক প্রকার ইমারজেন্সি অ্যালার্জিক কন্ডিশন। মনে করুন, কারও শরীরে একটি কীটপতঙ্গের সংস্পর্শ লেগেছে অথবা মশা কিংবা অন্য কীট কামড় দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল তার শরীর লাল লাল চাকায় ভরে গেছে। এ সময় প্রচণ্ড চুলকানিও হবে। এই অবস্থাগুলোকে এনাফাইলেকট্রিক রিঅ্যাকশন বলে। যাদের শরীর হাইপারসেনসিটিভ তাদের ক্ষেত্রে মশা কিংবা ছারপোকার কামড়ে এ রিঅ্যাকশন দেখা দিতে পারে।

এটপিক একজিমা: এটি একপ্রকার অ্যালার্জিক স্কিন কন্ডিশন। যা অ্যালার্জিক রিয়েকশনের কারণে হয়।

 

চিকিৎসা

প্রথমে জেনে রাখা ভালো, অ্যালার্জির স্থায়ী সমাধান নেই। কারণ, এটি সরাসরি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে জড়িত। তাই যাদের যেসব বস্তু বা খাবারে অ্যালার্জি রয়েছে তা এড়িয়ে চলাই ভালো।

অ্যালার্জিতে যেহেতু হিস্টামিন প্রচুর রিলিজ হয় তাই অ্যালার্জি নিয়ন্ত্রণ রাখতে হলে হিস্টামিন নিয়ন্ত্রণ রাখতে হবে। এ জন্য অ্যালার্জিক কন্ডিশনে অ্যান্টি-হিস্টামিন হচ্ছে মূল চিকিৎসা। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও ওষুধ খাওয়া বা বিকল্প চিকিৎসায় যাওয়া যাবে না। এতে বড় বিপদ হতে পারে।

 

লেখক: চিকিৎসক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। সিইও, সেন্টার ফর ক্লিনিক্যাল এক্সিলেন্স এন্ড রিসার্চ, ঢাকা।

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো