X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মাথাব্যথা কমানোর কিছু সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
১৪ আগস্ট ২০২১, ১৮:৫০আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:৫০

মাথাব্যথা কমানোর আছে অনেকগুলো টিপস। তবে সবার ক্ষেত্রে যে সব টিপস কাজ করবে তা কিন্তু নয়। একসঙ্গে কিছু কৌশল অনুসরণ করেও দেখতে পারেন। কোনও একটা তো কাজ করবেই।

 

  • যাদের সচরাচর মাথাব্যথার সমস্যা ছিল না, তারাও যদি ইদানীং মাথাব্যথার শিকার হচ্ছেন। নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে মানসিক চাপ। তাই প্রথম কৌশল হিসেবে একটি নিরিবিলি অন্ধকার রুমে শরীর পুরো ছেড়ে দিয়ে শুয়ে থাকুন। চেষ্টা করবেন, যতটা সম্ভব চোখ, ঘাড় ও হাত-পা যেন রিল্যাক্স মুডে থাকে। কোনও মাংসপেশীই যাতে টান টান হয়ে না থাকে।

 

  • ক্লান্তি ও অবসাদের জন্য খেতে পারে ক্যাফেইনযুক্ত পানীয় ওরফে চা-কফি। তবে চিনিযুক্ত কোমল পানীয় এড়িয়ে চলুন।

 

  • চাপে থাকলে অনেক সময় আমাদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের ছন্দে ব্যাঘাত ঘটে। মাথাব্যথা থাকলে আগে খেয়াল করুন ঠিকমতো এতক্ষণ শ্বাস নিচ্ছিলেন কিনা। ধীরে ধীরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ আটকে রেখে ধীরে ধীরে আবার ছাড়ুন। এভাবেও পেশীগুলোকে রিল্যাক্স করতে পারেন।

 

  • ঘাড়, গলা বা কপালে গরম সেঁক নিয়ে দেখতে পারেন। যাদের ঠান্ডা পছন্দ, তারা আইসব্যাগ নিয়ে ঠান্ডা সেঁকও নিতে পারেন। এতেও অনেক সময় চলে যায় মাথাব্যথা।

 

  • অনেক সময় ঘাড়ের মাংসপেশী শক্ত হয়েও মাথাব্যথা ঘটায়। এজন্য করাতে পারেন মাসাজ। ব্যথাযুক্ত স্থানে আঙুলের ডগা দিয়ে আলতো করে কিছুক্ষণ মাসাজ করে আবার ছেড়ে দিন। এভাবে কয়েকবার করলেও চলে যেতে পারে ব্যথা।

হাতের তালু দিয়ে মাথাব্যথা দূর করা

  • একই পজিশনে দীর্ঘক্ষণ মাথা ধরে রাখলেও ব্যথা শুরু হতে পারে। এর জন্য হাতের তালু ধরে রাখুন কপালে। এরপর কপাল দিয়ে তালুটাকে ধাক্কা দিন। একই সময়ে হাত দিয়ে কপালটাকে সামনে এগোতে বাধা দিন। মাথা রাখুন একদম সোজা।

মাথাব্যথায় আকুপ্রেশার

  • খাটাতে পারেন আকুপ্রেশার টেকনিক। মাথার পেছনে ছবির মতো করে হাত নিন। মাথা ও ঘাড় যেখানে মিশেছে সেখানে দুপাশে দুটো পেশীর স্পর্শ পাবেন। মাঝের ফাঁকা অংশে বুড়ো আঙুল দিয়ে উপরের দিকে আঙুল ঘুরিয়ে টানা ১-২ মিনিট মাসাজ করুন।

 

  • মাথাব্যথা ঘন ঘন ফিরে এলে, কিংবা একটানা কয়েকদিন যদি থেকে যায়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষ করে মাথায় আঘাত, জ্বর, খিঁচুনি, চোখে ঝাপসা দেখা- এসব কারণেও যদি মাথাব্যথা হতে থাকে তবে দ্রুত চিকিৎসা শুরু করতেই হবে।
/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু, খুলছে না রহস্যের জট
নটর ডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু, খুলছে না রহস্যের জট
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা