X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ঘরে তৈরি ৭ আইসক্রিম

আহমেদ শরীফ
১৭ মে ২০২০, ১৪:০০আপডেট : ১৭ মে ২০২০, ১৪:৪৪
image

প্রচণ্ড গরম এখন। গ্রীষ্মের গরমকে হার মানাতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজার মজার আইসক্রিম ও কুলফি। জেনে নিন কীভাবে বানাবেন।  

স্ট্রবেরি মিল্ক পপস

স্ট্রবেরি মিল্ক পপস
এই ফ্রুটি ও ক্রিমি আইস ললি বেশ মজার। দুইশ গ্রাম স্ট্রবেরি ব্লেন্ড করে নিন। ১০০ মিলি অর্ধ ননীযুক্ত দুধ ও ২০০ গ্রাম কনডেন্সড মিল্ক মেশান। ছয়টি আইস ললি ছাঁচে ঢেলে দিন মিশ্রণটি। অন্তত ৪ ঘন্টা বা পুরো রাতজুড়ে ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ছাঁচগুলোকে কলের পানিতে ধরতে হবে যেন আইসক্রিমগুলো সহজে বের হয়ে আসে।
ম্যাঙ্গো সরবেট
আম বা অন্য ফল দিয়ে সরবেট তৈরি করা যায়। ৪টি পাকা আম টুকরো করে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা। এরপর আমগুলোর সাথে ৪ টেবিল চামচ মধু মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি আইসক্রিমের ছাঁচে ডিপ ফ্রিজে রেখে দিন সারারাত।  

ম্যাঙ্গো সরবেট
ওরিও আইসক্রিম
১৪টি ওরিও চকোলেট বিস্কুট চূর্ণ করে নিন। একটি পাত্রে দুই কাপ ক্রিম ইলেকট্রিক হুইস্ক দিয়ে ফেটিয়ে এক কৌটা কনডেন্সড মিল্ক মেশাতে হবে। আবারও হুইস্ক করে নিন। সবশেষে ওরিও চূর্ণগুলো মিশিয়ে আইসক্রিমের ছাঁচে ফ্রিজে রেখে দিন।

ওরিও আইসক্রিম
চকোলেট আইসক্রিম
২ কাপ ঘন ক্রিম ফেটিয়ে ১ কাপ কনডেন্সড মিল্ক , ১/২ কাপ কোকো পাউডার মিশিয়ে ভালোভাবে হুইস্ক করুন। এই মিক্সচারটি আরেকটি পাত্রে নিয়ে ক্লিং ফয়েল দিয়ে ঢেকে রাখুন। এরপর ৬ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

চকোলেট আইসক্রিম
মালাই কুলফি
১ লিটার ফুল ক্রিম দুধ গরম করে নিন। দুধ গরম হলে হালকা আঁচে নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে ৪/৫ টেবিল চামচ চিনি ও ২ চামচ চূর্ণ চীনাবাদাম ও কাজু বাদাম ও ৪/৫ টা এলাচ মেশান হালকা আঁচে নাড়তে থাকুন, আরও খানিকটা ঘন হলে চুলা বন্ধ করে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুলফি আইসক্রিমের ছাঁচে বা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে রাখুন ৬ ঘন্টা পর্যন্ত।

মালাই কুলফি
ক্লাসিক ভ্যানিলা আইসক্রিম
২ কাপ ঘন ক্রিম হুইস্ক করে নিন। এক কৌটা কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে আবারও ফেটিয়ে নিন। ফ্রিজে রেখে দিন ৬ ঘণ্টার জন্য।

ভ্যানিলা আইসক্রিম

রোজ কুলফি
আগের কুলফির মতোই ১ লিটার দুধ ঘন করে জ্বাল দিতে হবে। ৪/৫ টেবিল চামচ চিনি, ১ চামচ গুঁড়ো চীনা বাদাম, ১ চামচ কাজু বাদাম, ১ চামচ পেস্তা বাদাম ও ৪/৫টি এলাচ মেশাতে হবে। ছোট একটি পাত্রে ১ চামচ গোলাপের ফ্লেভার ও দুই ফোঁটা পিংক ফুড কালার একসঙ্গে মিশিয়ে রেখে দিন। চুলা থেকে দুধের মিশ্রণ নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন। এরপর গোলাপের ফ্লেভার ও ফুড কালার মিশিয়ে নিন। কুলফির ছাঁচে ঢেলে রেখে দিন ফ্রিজে।

রোজ কুলফি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
ভারত-পাকিস্তান উত্তেজনা: আসন্ন ইউরোপ সফর স্থগিত করলেন মোদি
ভারত-পাকিস্তান উত্তেজনা: আসন্ন ইউরোপ সফর স্থগিত করলেন মোদি
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে