X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘কহে কৈফা’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি থেকে

সাহিত্য ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৫

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শিমন রায়হানের প্রথম কাব্যগ্রন্থ ‘কহে কৈফা’, প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, দাম রাখা হয়েছে ১২০ টাকা। গ্রন্থমেলায় ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।

বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য ‘কহে কৈফা’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি থেকে ৫টি কবিতা প্রকাশ করা হলো।  ‘কহে কৈফা’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি থেকে

 

কালভার্ট

হাওয়ার রাখাল গা ধুয়ে গেলে

বটপাতা কথা হয় ছায়াবৃত জলের স্বরে

জগতের প্রান্ত হয়ে তখনও জেগে

ধুলো-ধোয়ায় নিমগ্ন রেলিঙ

 

মইষালের ছড়ি চলে

জলের ওপরে জাগে মহিষের করুণ চোখ

 

সুঁড়িপথ ভাবতেই মেঘে মেঘে খোয়ারি

দুর্গম কৌশলে আরো ইশারা বেঁধে রাখা হলে

কোনো পাজলপুরের পুস্তানি ফুঁড়ে বেরোয় কথাপ্রবাল

কথাদের মিলিয়ে দিতে বুক পেতে রাখে কালভার্ট

 

অগ্রন্থিত পোপ

তোমায় এক বিলুপ্তপ্রায় পাখির নামে ডাকি

                           মিস্টার পোপ

হাওয়াগেলা মাঠের ওপারে এদন

হাওয়াগেলা মাঠের ওপারে ডোপ

 

নখে আর ঠোঁটে রঙ ঘষে

সে আসে পাপের রিমঝিম তুলে

তুমি হাওয়ায় চুম্বন দিলে

তৈরি হয় তাঁর ঠোঁট

 

ভুলপ্রবণ গন্দমের নেশায়

যেকোনো নাম আজ এমিলিয়া শোনায়

 

তাঁর কপালে পড়ে সতর্ক চুমুবন

গভীর ঘুমে সে তলিয়ে গেলে

আর কেউ পাথরের কানে কানে বলে—

পোপের জ্বর হলে সেরে ওঠে ভাবের বাগান

 

মায়াহরিণ

যেহেতু হরিণের নেই আয়নার জ্ঞান

আব্বা-মা, আমার দেখা প্রথম মায়াহরিণ

আদর পেলেই তাদের ঈশ্বর লাগে

                       এদনের বাথানে

আধখাওয়া ঘাস মুখে নির্নিমেষ ছবি হয়ে থাকি

থাকি স্বল্পায়ু মাছের মুদ্রায়

আমাদের সাক্ষাতে-বিচ্ছেদে ভাসে

খোদাবন্দের জ্বরের খবর

 

ময়ূরকুমারী

রুপকথার গল্পে- দূরতিক্রম্য নদী, চোরাবালি,

দেওদানব আর আমাদের হাসফাস

এসব পেরিয়ে চুম্বন পোলভোল্ট খেলে

আলিঙ্গন পেরোয় পুলসিরাত

জাদুর ঘুমে রাজকন্যা আর সবচেয়ে উঁচু মিনার থেকে

নেমে আসে দুঃস্বপ্নের আশ্চর্য প্যারাস্যুট

ডালিমকুমারের হাতের তালু ঘেমে যায় উদ্বেগে

তবু রুপকথার নীল বইয়ে তার প্রতিশোধ

সংশয়ের রাতে ধনুক হারিয়ে পায়

পীতরঙা ঘোড়ার সুতীব্র জিন

মখমলের ফুল উড়ে যায় সূচিকর্মের রাজ্যে

 

কেতকীর মুখ—২

যতবার মুছে ফেলি বিস্মিত হবার স্বভাব

ততোধিকবার ফুঁটে যাস আশ্চর্য আফিম উড়িয়ে

 

তুই কি মোমরঙা নদী এক

রূপকথার কার্নিশে ঝুলে থাকা রুপোলি নিনাদ

 

কথাকে ফড়িং      ফড়িংকে কথা

এসব কারিগরি বুনে নিচ্ছে পাখিদেশের ভিসা

ঈশ্বরীপ্রতিম স্বরচিত চুম্বক

//জেডএস//
সম্পর্কিত
কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’
হার্পার কলিন্স থেকে প্রকাশ হচ্ছে কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’
সালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল