X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

থমকে আছি

নাজমুন নেসা পিয়ারি
১৭ জানুয়ারি ২০২১, ২০:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০২

কাছের দূরের

তৃণভূমি, পাহাড়,

শষ্যের মাঠ, রুক্ষ প্রান্তর

শহর, নগর,

গ্রাম,

নদী ও সাগর

টেনে দিল সীমানা—

তোমার আমার চৌকাঠে।

 

জনপথে, রাজপথে

নিষেধাজ্ঞা!

তোমার ঘরের বাহিরে

আমার পথ ঘেঁষে

যেতে যেতে বাধা!

 

দেশ থেকে দেশে

দেশান্তরে!

শৃঙ্খলে বাধা

মলিন সীমান্ত।

 

বাঁধা কি যায় সব

কোয়ারেনটাইনে—

কিশোর-কিশোরি,

যুবক-যুবতী!

ছোট-বড়

কর্মকর্তা—

বৈজ্ঞানিক, রাজনীতিবিদ,

শিক্ষার্থী, প্রফেসর,

প্রতিবন্ধী,

বিপ্লবী, শ্রমিক,

কৃষক, মজুর, ভিখারি,

দেহকর্মি, একমুখি, সমকামী—

রাস্তায় ফুল হাতে

ক্ষুধার্ত মেয়েটি।

 

সফল, উজ্জ্বল

ছেলের কাঁধে

সস্নেহে

আলতো হাত রেখে

মমতায় শিক্ষক

জানাবেন না স্বীকৃতি!

 

ডাংগুলি খেলতে গিয়ে

গ্রামের দুষ্টু ছেলেটি

আছড়ে পড়বে না

বন্ধুর গায়ে!

 

ঢেউয়ের উপরে

দুলে ওঠে ঢেউ!

আকাশে মেঘেরা একাকার

সবুজ ক্লোরোফিল

সজীব বাতাসে—

সমুদ্রে ডলফিন

নেচে ওঠে!

পাখিরা উড়ে যায়

উষ্ণতার স্বপ্ন নিয়ে বুকে

ঝাঁকে, ঝাঁকে

এ ওর কাছ ঘেঁষে

শীতের করুণা ছাড়িয়ে।

 

কফিঘর, রেস্তরাঁয়

ভালো লাগা মেয়েটিকে

কোনো অজুহাতে

শিহরন ছাপিয়ে

ছুঁয়ে দেয়া যাবে না।

 

রাষ্ট্রীয় সফরে

পররাষ্ট্রমন্ত্রী থাকেন

প্রেসিডেন্টের তফাতে—

ঠোঁটের কোণে

লুকানো বাঁকা হাসি

মাসকের আড়ালে!

কাছে ঝুঁকে

নিম্নস্বরে

করে না উচ্চারণ

তাৎক্ষণিক কোনো বাক্য!

ভুলেও যদি কিছু ভুল হয়

সোশাল ডিসটেনসে

সোশাল মিডিয়া তবে

তুলে দেবে ঢেউ।

 

দুপুর গড়িয়ে

গোধূলি রং ছড়ায়—

প্রকৃতি নানা সাজে

প্রচুর্যে ভরপুর!

দুজনে মুখোমুখি—

নীবিড় ঘন ভালোবাসায়

ভরে তুলবে না চুম্বনে, চুম্বনে!

/জেডএস/
সম্পর্কিত
টি. এস. এলিয়টের 'জে. আলফ্রেড প্রুফরকের প্রেমগীতি'
আনা কাস্তিলোর কবিতা
রূপকুমারী নদীর চুম্বন
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!