এই ফাগুনেও
মেঘগুলো সব
বরষা হয়ে
কাজল ছুঁয়ে
তোমার চোখে ঝরলো কেনো?
হু হু করা হৃদয় বেদন
চেতন তবু অবচেতন
বুক জ্বলে যায়—আগুন যেন!
তোমার চোখে ঝরলো কেনো
এই ফাগুনের
সবগুলো মেঘ!
গান গেয়ে যায় দূরের পাখি
তোমার কথা বলবে বলে;
সাগর জলে ভেজায় আঁখি
উদাস থাকি কিসের ভুলে—.
আকাশ বলে
কথার ছলে,
দুঃখগুলো তোমার কেনো?
দুঃখ থাকুক
সাগর নীলে
থাকুক কিছু খালে-বিলে
সূর্য তাপে বাষ্প হয়ে
দুঃখ তোমার ওড়ায় যেন!
তোমার চোখে না ঝরুক আর
এই ফাগুনের
সবগুলো মেঘ।