X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

নিষাদ নয়নের কবিতা

নিষাদ নয়ন
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

বিবিধ কোলাজ

সূর্যাস্তের মতো বিগড়ে যাওয়া, বৃষ্টিজল পতন-মুহূর্তে
হঠাৎ ছায়াচ্ছন্ন, উন্মনা দিনগুলো খসে পড়ে জমিনে

কীভাবে আমাদের বিগত দুপুর, বিষণ্ন গ্রীবাভঙ্গির মতো
কালো মসৃণ পদ্মপাতায় দাঁড়িয়ে থাকে যেন শীকর-স্থির

প্রিয় আঙুলের ফাঁক গলে বেড়িয়ে যায় বৃষ্টির রিমঝিম
আমাদের রোদেলা উঠোন জুড়ে পড়ে থাকে সম্মোহনী

শুধু স্বপ্নভরা চোখের কার্নিশে ঝুলে থাকে রাত, সময়ের
আর্তনাদ নিয়ে পাঁচটি আঙুলে বাজায় কে মর্মর-সিম্ফনি

নিঃসঙ্গতা যেন যমজ ঝাউগাছের মতো, মাতমের ক্রেনে
কঙ্কাল বাজে, এই পেট্রোল পাম্পের মতোই পুড়ে যাওয়া

আকাঙ্ক্ষার ঢেউ ফুলে ওঠে, নেমে আসে নিদাঘ রাতের
অশ্রুমঞ্জরি, অজস্র আমাদের স্বপ্নের তাঁবুর নিচে ঘুমিয়ে

থাকে সুখচর, বেশুমার হাতছানি মুছে দিয়ে শীত-শিশির
উঠে আসে উন্মন, সলমা জরির মতো রোদের অনুরণন


ঐহিক করাতকল

অনেক দিন হয়ে গেছে করাতকলের পাশে
শুয়ে আছি অগোচরে, মনে হয় কাঠ চেরাইয়ের
শব্দের ভিতর মিশে গেছে আমার শ্বাস-প্রশ্বাস
বিরতি পর্বের বিজন ব্যথা, যেন কেটে ফেলা

গাছের গুঁড়ির মতো, আমিও পড়ে আছি যত্রতত্র
উঠোনে বিছানায় যন্ত্রণাবিদ্ধ হয়ে অপেক্ষা করেছি
কেবলই কাঠ চেরাইয়ের মতো খণ্ডবিখণ্ড হয়ে কাঠের
গুঁড়ো হয়ে উড়ে যাবো কিছুটা দূরে, কিংবা হাউসের

পাঠাতনের ভিতর পুঞ্জীভূত গুমোট ভরে ভেবে নেব
নিজেকে, অথবা উনুনের আঁচ দেয়া পুড়ে যাওয়ার
জন্য, করাত কলের কাছে ঘেঁষে দাঁড়াতেই, ভেসে
আসে কানে তালা লাগানো শব্দের সিম্ফনি, বেজে

ওঠে তীব্র ঝিঁঝিঁপোকার উচ্চগ্রাম, নিনাদের নিদ্রা, অথচ
অহর্নিশ ব্যক্তিগত চেরাইয়ের প্রতিধ্বনি থেকে বারবার
ভেসে আসে করাতের ঘূর্ণিঝড়, উঠে আসে দিকহীন
বিষণ্ন কলোনি, নিখোঁজ আবগারি ফাঁকি দেয়া ঐহিক


নিদাঘ নিশামন

থৈ থৈ আকাশগঙ্গা থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ে
জোছনার মোম, স্নানার্থী
চিরন্তন চাঁদের জন্য রচিত আবর্তের কুশল,
আলোময় নাভিমূল থেকে
উঠে আসে আত্ম-অহম, কেন প্রবাল জন্মের
কাহিনি-কথকতা
মসলিনের মসৃণতা মিশিয়ে বয়ে যায় নির্জন
নদীর মড়া উপকথা
মহাকালের প্রান্তরজুড়ে শুয়ে থাকে অজস্র
নেকাবের তক্ষশিলা
কীভাবে বিলুপ্ত হল নালন্দার উর্বর স্নান-ঘাট
মায়াবী জালে জড়িয়ে
নগর-ধীবর মুছে দিল বিশ্বভুবন থেকে চোখের
তারার ক্ষুধার্ত আগুন
তবুও মোমঘরের মতো যেন অজস্র ধূসর চুমুর
মতো উড়ে যায় ধোঁয়াশার
ঘুঘু, স্বপ্নঘূর্ণিতে মেতে থাকে গমগমে সমুদ্রের
উপকূল, ভেসে থাকে
শূন্যের সুনীলে, অথচ আগুন্তক অন্ধকার ঘিরে
রচিত রাত্রি, নভোলীন
সাম্পান, আদুরে আলিঙ্গনে, চুম্বনে বেঁচে থাকে
স্বপ্নভূক প্রেমিকার ঠোঁট...

/জেড-এস/
সম্পর্কিত
পৃথিবীর শূন্যতম স্থান
জাঁ ককতোর চারটি কবিতা
দুপুরবেলা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন