X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুই মহলা বাড়ি

সাজ্জাদ সাঈফ
১৯ এপ্রিল ২০২০, ১৪:০১আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৪:০১

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প।  লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য

দুই মহলা বাড়ি

একটা চন্দ্রমল্লিকার ঝাড় ঠায় দাঁড়ায় ছিল আঙিনার বায়ে, সেইদিকে জোড় বেঁধে কিছু ভাতশালিক এই তাগদ-সকালেই ঘুরতেছে ইতিউতি। এই বাড়িটা যুদ্ধের আগে তৈরি। মাসুমের বাপ তার বড় ভাইসহ ঢাকায় তখন নতুন চাকরিতে আসছে। দুই ভাইই মায়ের লগে আলাপ কইরা বাড়িটা করে। তখন তো মিরপুর জলা-জঙ্গল। এর মধ্যে এই জায়াগাটা সেই সময় বেশ উঁচাই আছিল। এখন যত বিল্ডিং বাড়ি এর চারধারে এরা কিছুই আছিল না। মাসুম-মাসুদ, তাদের বাবা অধ্যাপক শামস মোমিন সাহেবের জীবদ্দশায় এই বাড়ির দুই ভাগ পাইয়া গেছিল, সামনে গলিপথের মোড়। সুপার শপ। একে একে আর সব জমি এর চারপাশে উঁচা দালান হইল দিনকে দিন, এই বাড়ি সেই আছে। খোলা উঠান, ছোট বাগান, একটা দোলনা অবধি আছে, শৌখিন বাপ-জ্যাঠার খান্দান আরকি। অধ্যাপকের ছিল কবিমন, তার ভাই সহজ সরল লোক, দুই পরিবারই করে-কম্মে খেয়ে যেতে পারছে প্রায় তিন দশক হইব। পরে অবশ্য জমির অংশ বিক্রি করে প্রাইমারি টিচার আল আমিন সাহেব গ্রামে ফিরা গেছেন রিটায়ারমেন্টে।

এখন এক বাড়ি দুই মহলা, মাসুমের ভিটা পিলারের ওপর দোতলা নিয়া আর মাসুদ সেই আগের রূপেই গেরস্থালি আগলায় রাখছে। তো এই বাড়িটা লইয়াই ঘটনা। মানে দুই ভাইয়ের ক্যাচাল। মামলা অবধি যায়-যায়। পিলার তুইলা বাড়ি দোতলা করতে গিয়া গায়ে গায়ে লাগাইয়া দিছিল দুই মহলারে মাসুমে। এহন ছাদে টিনশেড তুলতে গিয়া মাসুদ দেখে জানালা দিলেই ঠোকর লাগে, বায়-বাতাস কেমনে আসব সেই টিনশেডে, এট লিস্ট দুই ফুট ছাড়ার কথা কইতেই মাসুম আগুন। ভাইয়ে ভাইয়ে বিবাদে পড়শিরা মজা লয় আরকি। শেষমেশ জীবিত জ্যাঠা আমিন সাব আসছেন সালিশে। পারিবারিক সালিশ শেষ চেষ্টা কওয়া যায়। ঘরে আত্মীয় পড়শিতে ঠাসা সালিশে দুই ভাইয়ের কেউই নত হয় না, এই কথা সেই কথা গালিগালাজে ফাল দেয়।

এর মধ্যে আমিন সাব দুই ভাতিজারে ঘর থিকা বাইরে আনেন, বায়ের দিকে জোড়া চন্দ্রমল্লিকার ঝাড় আর বেশ হাওয়াই ছায়া দেইখা ঝাড়ের বেদির দিকে আগায় তারা। কী হইতে কী যে হয়, মুরব্বি মানার দিকেও ধাত নাই আজকালকার পোলাপাইনের, ভাবতে ভাবতে দাড়ির গোছা হাতান আমিন সাব। দুই পাশে মাসুদ-মাসুম গজরায়। থাইমা যান আমিন সাব, দুই ভাইরে কীভাবে কইবেন তিনি, শেষে ডান হাতের তর্জনি তুইলা দেখান ঝাড়ের বেদির দিকে, বেদির সিমেন্ট ঢালাইয়ের গায়ে ছোট্ট একটা বাক্য, কী যে তেজ তার, চোখ ঝলসে যায় যায় দুই ভাইয়েরই, বুক কেঁপে ওঠে পাষাণ দুয়েরই, কী লেখা সেটা, আরেকটু জুম করি আসেন, আরেকটু, হ্যাঁ এইতো ক্লিয়ার—‘দুটা গাছই চন্দ্রমল্লিকা, আমার দু’বাপ মাসুদ-মাসুম এরা’।

আমিন সাবের বুকে ততক্ষণে শিল পড়া বৃষ্টির শব্দ, একেকটা পাথর-সমান শিল!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ