কাগজের পাখি
একটি কাগজের পাখি
উড়ছে
হালকা দোল
উড়ছে
আবার চুপচাপ
এভাবেই চলছে অনন্ত কাল
একটি কাগজের পাখি
একটি মরা পাতার সঙ্গে লেগে আছে
পাতাটিও সয়ে নিয়েছে
তারা দুজনেই
কোনো ফুলের অপেক্ষায় কিনা
কেউ তা জানে না।
কাগজের পাখি
একটি কাগজের পাখি
উড়ছে
হালকা দোল
উড়ছে
আবার চুপচাপ
এভাবেই চলছে অনন্ত কাল
একটি কাগজের পাখি
একটি মরা পাতার সঙ্গে লেগে আছে
পাতাটিও সয়ে নিয়েছে
তারা দুজনেই
কোনো ফুলের অপেক্ষায় কিনা
কেউ তা জানে না।