X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাদের স্বপ্ন অকালে ঝরে যাবে’

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১

পুরস্কার বিতরনী অনুষ্ঠান ‘যারা বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন অকালে ঝরে যাবে৷ কোন কালেও আমাদের দেশ জঙ্গিরাষ্ট্র হবেনা৷’ রাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর উদ্যোগে ইনডোর গেমস্ প্রতিযোগীতা- ২০১৭ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেণ শিকদার, এম.পি. এসব কথা বলেন৷ তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখার এক-তৃতীয়াংশই যুবক-যুবতী তাই প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করতে যুবাদের এগিয়ে আসতে হবে৷

তিনি সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টির জন্য ক্রীড়া চর্চার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, বয়ঃসন্ধিকালে খেলাধুলা ছেলেমেয়েদের সঠিক পথে পরিচালনা করে৷ গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদান এবং শিক্ষার্থীদের খেলাধুলার পৃষ্ঠপোষকতা করায় তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন৷

পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়৷ পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়৷

অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এ. কে. এম. আশরাফুল হক এবং রেজিস্ট্রার জনাব আবুল কাশেম মোল্লা৷

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তথা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর আহ্বায়ক ড. শুভময় দত্ত এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়টির মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন৷

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ