X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

বাকৃবির প্রথম ইমিরিটাস অধ্যাপক ড. সাত্তার মণ্ডল

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৫:৩৩

বাকৃবির প্রথম ইমিরিটাস অধ্যাপক ড. সাত্তার মণ্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)প্রথম ইমিরিটাস অধ্যাপক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি অর্থনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.এম এ সাত্তার মণ্ডলকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড.সাত্তার মণ্ডল ছাত্র জীবনে পড়াশুনার পাশাপাশি দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বাকৃবি সংবাদিক সমিতির সভাপতি ছিলেন। বাকৃবি থেকে তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (১৯৭২-১৯৭৪)। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ১৯৭৯ সালে পিএইচডি লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল স্ট্যাডি করেন (১৯৮৭-৮৮) সালে। তিনি বাকৃবির ২১তম উপাচার্য ছিলেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের প্রবীণতম অধ্যাপক হিসেবে কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন।

অধ্যাপক ড. সাত্তার মণ্ডল বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তার কয়েক শতাধিক গবেষণামূলক প্রবন্ধ,বই ও সেমিনার পেপার এবং জনপ্রিয় নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জার্নাল অব এগ্রিকালচারাল ইকোনোমিক্স এর সম্পাদক ছাড়াও ইন্টারন্যাশনাল জার্নাল অব ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ-সিস্টেমের সদস্য ছিলেন তিনি। এছাড়া তিনি বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির পদ অলংকৃত করা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন পেশাগত সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশে ও বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি সমুজ্জ্বলকল্পে তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছেন।

/এমডিপি/

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সাপের বিষ থেকে বাঁচতে ট্যাবলেট, কলকাতায় মিলছে সাফল্য
সাপের বিষ থেকে বাঁচতে ট্যাবলেট, কলকাতায় মিলছে সাফল্য
ষষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ষষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
পশ্চিমা নীতির কারণেই বৈশ্বিক খাদ্য সংকট: পুতিন
পশ্চিমা নীতির কারণেই বৈশ্বিক খাদ্য সংকট: পুতিন
এ বিভাগের সর্বাধিক পঠিত
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ৬ শিক্ষার্থী আটক
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ৬ শিক্ষার্থী আটক