X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৭:৫৫আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:০০

অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরীকে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ তিনি বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের স্থলাভিষিক্ত হবেন৷

এ উপলক্ষে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ-এর বিদায় ও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী-এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. এ. খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় অনুষদের ডিন এবং বিদায় ও বরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ. এইচ. এম হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. এ. খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির জীববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. এ. জে. এম ওমর ফারুক এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী শিক্ষাজীবনে ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে ৬ষ্ঠ স্থান অধিকার করে স্নাতক (সম্মান) ও ১৯৮৭ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে ৪র্থ স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ তিনি ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং ২০০২ সালে কানাডার ক্যালগার বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট অর্জন করেন৷

কর্মজীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাসহ ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মরত ছিলেন৷ সর্বশেষ তিনি ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন৷ দেশি-বিদেশি জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে৷

/এফএএন/

সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী