X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জবি প্রেসক্লাবে ‘গণমাধ্যম ও ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা

জবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৭:১১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:১৩

জবি প্রেসক্লাবে ‘গণমাধ্যম ও ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জবি প্রেসক্লাবের উদ্যোগে ‘গণমাধ্যম ও ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃ্হস্পতিবার বেলা ১১টায় জবি কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে আমাদের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপর ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়।’

অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘৭৫ এর পর খন্দাকার মোশতাক, জিয়াউর রহমান, হোসাইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়াসহ সবাই ক্যান্টনমেন্টে থেকেছেন। আর পাকিস্তানের বিচার বিভাগ সেনা বাহিনীর অধিনস্থ বলেই এতো স্বাধীন। এখন বাংলাদেশে পাকিস্তানের চিন্তা চেতনা বাংলাদেশে রফতানির চেষ্টা চলছে।’ 

সভায় জবি প্রেসক্লাবের সভাপতি সুব্রত মণ্ডল সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে জবি শিক্ষক সমিতির সভাপতি ড. প্রিয়ব্রত পাল উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জবি নীল দলের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুণ কুমার গোস্বামী।

এছাড়াও অনুষ্ঠানে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ, জবি নীল দলের সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল মাসুদ ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যানরা, সহকারী প্রক্টর,বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে