লোক প্রশাসন বিভাগকে সরকারি কলেজসমূহে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করে বিসিএস শিক্ষা ক্যাডার চালু ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগটি চালুর দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন পরিবারের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু রয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী এই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করলেও চাকুরি ক্ষেত্রে তেমন কোন পরিকল্পনা নেই। এছাড়াও সরকারি কলেজ পর্যায়ে এ বিষয়টি না থাকায় বিসিএস শিক্ষা ক্যাডার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে বিষয়টিকে কলেজের বিষয় হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন এই বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালুর দাবি শিক্ষার্থীদের।
বিষয়টি নিয়ে এই আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউননেছা বলেন, লোকপ্রশাসন বিভাগ নেতৃত্ব তৈরি করে। একটি সংগঠন কিভাবে পরিচালিত হয়, সাংগঠনিক আচরণ কেমন হওয়া দরকার, বাজেট কিভাবে তৈরি করা হয়, পাবলিক পলিসি কিভাবে তৈরি করা হয় ইত্যাদি বিষয়ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিখে থাকে। যদি কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা ও এ বিষয়ে অধ্যয়নের সুযোগ পায় তাহলে তারা এ শিক্ষা কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় আরও বেশি শামিল হতে পারবে বলে আমি মনে করি। ১৯৯৮ সালে ‘বাংলাদেশ লোকপ্রশাসন পরিষদ’ গঠনের মাধ্যমে লোকপ্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছিল। তখন আমি সংগঠনটির যুগ্ম -আহবায়ক ছিলাম। কিন্তু অজানা কারণে প্রক্রিয়াটি থেমে যায়।’