X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্বালানি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০
image

দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। প্রযুক্তিগত উন্নয়নে বাড়ছে জ্বালানির চাহিদা। এ কারণে প্রাকৃতিক গ্যাসের সংকট আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। তাই প্রয়োজনের তাগিদেই গ্যাসের বিকল্প বেছে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভর করছেন জ্বালানি বিশেষজ্ঞবৃন্দ। সেটা নবায়নযোগ্য নাকি অনবায়নযোগ্য জ্বালানি তা নিয়ে রয়েছে বিতর্ক। সেই আলোচনাকেই আরেকবার সামনে আনলো ব্র্যাক বিজনেস স্কুল।

দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে জ্বালানি বিষয়ক বিতর্ক। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহাখালীর ‘ব্র্যাক ইন’ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে বিকল্প অনবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা,বাংলাদেশ কি ঠিক পথে রয়েছে’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্বালানি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

বিতর্কের পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মোহাম্মদ তামিম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মুনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূ-তত্ত্ব বিভাগের প্রফেসর ড. বদরুল ইমাম এবং পাওয়ার সেল এর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ হোসাইন।

বিতার্কিকবৃন্দ বাংলাদেশের জ্বালানির ভঙ্গুর ইতিহাস তুলে ধরেন। এছাড়া ভূতাত্ত্বিক অবস্থান, জমির অপর্যাপ্ততা ও সম্পদের সীমাদ্ধতার কারণে বাংলাদেশের এখনই অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উচিত নয় বলে মনে করেন তারা। সোলার এনার্জির অধিক মূল্যের বিষয়টিও দর্শকদের মনে করিয়ে দেন তারা।

অন্যদিকে বিতর্কের বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন জার্মানির বার্লিন ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রফেসর ড. ক্রিস্টিয়াট ভন হিরাশ্চোজেন, যুক্তরাজ্যের লাফবার্গ ইউনিভার্সিটির জ্বালানি গবেষক ড. জন ক্লক, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নুরুল আকতার ও ইউনাইটেড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাহরিয়ার চৌধুরী।

বিপক্ষের বক্তরা বলেন, ‘পরিবেশের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের উচিত নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।’ জ্বালানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতের দিকটা ভাবারও পরামর্শ দেন তারা।

বিতর্কের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজেদের উভয় বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন। বেশিরভাগ অতিথিই নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং। বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ও এসওএলশেয়ার এর ম্যানেজিং ডিরেক্টর ড. সেবাস্টিয়ান গ্রোহ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের পৈশাচিকতার সমতুল্য: তারেক রহমান
আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের পৈশাচিকতার সমতুল্য: তারেক রহমান
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল