X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শাবি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:১০

শাবি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর, গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান।

এসময় সংগঠনটির সভাপতি সায়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মহিউদ্দিন রুবেল, সৈয়দা মারজানা রাজ্জাক, তানভীর আহমেদ, সহ-সভাপতি ফারজানা ভূঁইয়া, নুরুন্নবী নুর, সাবেক সাধারণ সম্পাদক মাহির মাহমুদ খান, আসাদুজ্জামান নুর, সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সায়েল আহমেদ বলেন,  ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে প্রতিষ্ঠার পর থেকে স্পিকার্স ক্লাব কাজ করে আসছে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সেমিনার, স্পিকার্স হান্ট, ইন্টার-ডিপার্টমেন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন, নলেজ আড্ডাসহ প্রতি বৃহস্পতিবার বিকালে নিয়মিত স্পিকার্স আওয়ার পরিচালনা করে আসছে।’

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার-বি-কিউ ও সাবেক ও বর্তমানদের মিলনমেলার আয়োজন করে সংগঠনটি। এছাড়া আগামী ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জ্যাকেট উন্মোচন করা হবে।

উল্লেখ্য, ‘কাম হিয়ার স্পিক বেটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৫ সালের ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে