X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অনিয়মের অভিযোগে ইবির তিন কর্মচারীকে শোকজ

ইবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

সেবা প্রদানে অবহেলা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন কর্মচারীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই তিন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের জিল্লুর রহমান, মনিরুল ইসলাম ও মুরাদ হোসেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

তিনি জানান, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের নির্দেশনায় অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হলে ২০ সেপ্টেম্বর তারা জবাব দিয়েছে। জবাব উপ-উপাচার্যের কাছে পাঠানো হয়েছে। এতে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রাজ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মচারীদের অমানবিক আচরণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে সাবেক ঐ শিক্ষার্থী কিছু কর্মচারীদের উদ্ভট আচরণ, সেবা প্রদানে অনীহা, কাজে ফাঁকিদান ও চা-সিগারেটের বিনিময়ে সেবা প্রদানের বিষয় উল্লেখ করেন। মুহূর্তের মধ্যে ঐ স্ট্যাটাস নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ওই স্ট্যাটাসে কমেন্ট করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তিন কর্মচারীকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে তাদের শোকজ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু জানান, শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছিল। তবুও এমন ঘটনা দুঃখজনক। শিক্ষার্থীদের থেকে সেবার বিনিময়ে টাকা নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ সময় তিনি ব্যাংকের রশিদ ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ