X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ২১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধন চলাকলীন সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, ছাত্রলীগ নেতা রাসেল আলভী ও রিয়াদ খান।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না তার ভাস্কর্যকে অবমাননা করা মানে বাঙালি জাতির অনুভূতিতে আঘাত করা, এ জাতির গৌরবের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা। গত ৪ ডিসেম্বর কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করে সর্বোপরি এরা বাংলাদেশ নামক রাষ্ট্রের ওপরই আঘাত করেছে। ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক বা বিরোধ নেই। বিভিন্ন মুসলিম সভ্যতার দিকে তাকালে দেখা যায় অনেক ইসলামি দেশ ভাস্কর্যকে তাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?