X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এবার ছাত্র ইউনিয়ন থেকেও বহিষ্কার হলেন পিরেগু

ঢাবি প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৯:২১আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:৩৪

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মিখা পিরেগুকে গত বছরের ডিসেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভা। পরে সে ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি শাখার সভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পেয়ে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি থেকেও তাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তথ্য গোপনে সহযোগিতা করার অভিযোগে জাবি শাখার সাবেক সভাপতি নজির আমিন জয়ের সদস্যপদও স্থগিত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৩ ডিসেম্বর জাবি থেকে আজীবন বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে গোপন করেন মিখা পিরাগু। ঘটনার দুই মাসেরও বেশি সময় পরে ২৩ ফেব্রুয়ারি গণমাধ্যমের খবরে কেন্দ্রীয় কমিটির নজরে আসে বিষয়টি। পরে এ ঘটনায় ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ তাকে সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করে।

পরে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ২৪ ফেব্রুয়ারি মিখা পিরেগুকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, নোটিশের জবাবে তিনি মৌখিকভাবে জানান তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন। কেন্দ্রীয় সংসদ তাকে রিভিউ আবেদনের দলিলাদি এবং তার নির্দোষ হওয়ার প্রমাণ কেদ্রীয় সংসদ বরাবর দাখিল করতে বলে। কিন্তু তিনি বিগত চার মাসও তা দাখিল করেননি। তাকে এই ঘটনায় পুনরায় কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হলও তিনি কোনও উত্তর দেননি।

নোটিশের জবাব না পেয়ে গত ১২ জুন মিখা পিরেগুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। পরে ১৪ জুন তাকে আরও ৭২ ঘণ্টায় সময় দিয়ে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। এরও জবাব না পেয়ে সংগঠনের গঠনতন্ত্রের ৫৬(গ) ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে মিখা পিরগুকে স্বাক্ষর জালিয়াতির তথ্য গোপনে সহযাগিতা করায় কেদ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হল।

অপরদিকে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সংগঠনের ৪০তম জাতীয় সম্মেলনে মিখা পিরেগুর ছাত্রত্ব এবং তার অনিয়মের বিষয় আলাপ হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয় মিখা পিরেগুর অনিয়ম এবং ছাত্রত্ব বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে বিষয়টি সমাধান করা হয়েছে বলে বিগত কেদ্রীয় কমিটির সভাপতিকে অবহিত করেন। নজির আমিন চৈধুরী জয় মূলত মিখা পিরগুকে জালিয়াতির তথ্য গোপন সহযোগিতা করছেন বলেই কেদ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিষয়ে জানতে মিখা পিরেগুর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার