X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে জবি প্রশাসন 

আতিক হাসান শুভ
১৮ জুলাই ২০২১, ০০:০০আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:০০

লকডাউনে ঢাকায় আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে ঈদের আনন্দ উৎযাপন করতে বাড়ি পৌঁছে দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি )। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণ ও বিআরটিসির ভাড়া বাসসহ মোট ২৮টি গাড়িতে শনিবার ( ১৭ই জুলাই ) সকালে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের মোট ১৫০৭ জন শিক্ষার্থী বাড়ি যাচ্ছে।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রবিবার (১৮ জুলাই) দ্বিতীয় ধাপে বরিশাল, খুলনা বিভাগ এবং ১৯ জুলাই তৃতীয় ধাপে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের জেলা ও বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে।

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে জবি প্রশাসন  দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে জীবনের প্রথম বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাস করে এমন ভাবে কখনো বাড়ি ফেরা হয়নি। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সবাই মিলে কোথাও পিকনিক করে যাচ্ছি। আমরা কালের স্বাক্ষী হয়ে রইলাম।  আমার ক্যাম্পাসের বাস আমার জেলায় যাচ্ছে এই সত্যি যেমন আনন্দের তেমনি গর্বের বিষয়ও। পরিবারের সদস্যদের সাথে ঈদ করব, বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা উদ্যোগের জন্যে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পরিবহন প্রশাসক আবদুলাহ আল মাসুদ বলেন, ‘সকাল ৮টার পরে প্রথম দিনে তিনটি বিভাগের বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। একতলা ৬টি বাসে করে সিলেট বিভাগে ২৯৩ শিক্ষার্থী, ১২টি বাসে করে রাজশাহী বিভাগে ৫০২ শিক্ষার্থী, রংপুর ৭১২ জন শিক্ষার্থী যাচ্ছেন। আজকে মোট ১৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ২৮ টি বাস যাচ্ছে তিনটি বিভাগে। এর মধ্যে ৬ টি বাস বিআরটিসির, বাকীগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস।’ আগামীকাল ১৮ই জুলাই বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষার্থী ও ১৯ ই জুলাই চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের জেলা ও বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। প্রত্যাশা করছি সবাই যেন নিরাপদে বাড়ি যেতে পারেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ