X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এমপির বিরুদ্ধে রাবি শিক্ষকের জিডি

রাবি প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৬:৪৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:৪৩

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সুজিত কুমার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২৯ জুলাই রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় জিডি করেন তিনি।

সুজিত কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক। তিনি বর্তমানে বিভাগের সভাপতি। তার লেখা মুক্তিযুুদ্ধবিষয়ক একটি বইয়ে এমপি শফিকুল ইসলামের বাবা হাসান আলী সরদারকে ‘রাজাকার’ উল্লেখ করা হয়েছে। বইয়ের উদ্ধৃতি ব্যবহার করে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

জিডিতে সুজিত কুমার উল্লেখ করেছেন, ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন তিনি। বইটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় এমপি শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম প্রকাশ করা হয়েছে। এ জন্য বিভিন্ন মাধ্যমে তার (সুজিত সরকার) নামে বাজে মন্তব্যসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি নাটোর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও ভিন্নমত সৃষ্টি হওয়ায়, এমপি শফিকুল ইসলামের বাবার স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড আলোচনায় আসে। মূলত তার বইয়ে উল্লেখিত রাজাকার তালিকার সূত্র ধরেই এই আলোচনা ওঠে। এ কারণে শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কুৎসা রটনার পাশাপাশি হুমকি দিয়ে আসছেন। এছাড়া এমপির পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই সুজিত কুমারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

সুজিত কুমার বলেন, ২০০৯ সালে গ্রন্থটি প্রকাশিত হলেও তখন এমপি ও তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিবাদ কিংবা লেখকের বিরুদ্ধে কুৎসা রটনা অথবা হুমকি দেওয়া হয়নি। তিনি এমপি শফিকুলকে কখনও দেখেননি বলে জিডিতে দাবি করেছেন। এছাড়া হাসান আলী সরদার যে এমপির বাবা, সেটাও ২০২১ সালের জুন পর্যন্ত তার জানা ছিল না।

বোয়ালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা নাদিম উদ্দীন বলেন, তদন্ত করে হুমকির সত্যতা যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বাদী-বিবাদীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষকের জিডির বিষয়টি আমি শুনেছি। তবে তাকে আমি কিংবা আমার কোনও অনুসারী হুমকি দেয়নি। যারা যে মোবাইল নম্বর থেকে তাকে হুমকি দিয়েছে, বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাই।’

আপনার বাবাকে নিয়ে বইয়ে প্রকাশিত তথ্য সঠিক কিনা—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘মূলত নির্বাচনের আগে আমাকে বেকায়দায় ফেলতে বইটি প্রকাশ করা হয়েছিল। বইটি সংগ্রহ করেছি। মামলা করবো ভেবে সরকার সুজিত কুমার থানায় আগেই জিডি করেছেন। তবে আগস্ট মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি থাকায় আমি ব্যস্ত থাকবো। আপাতত মামলা করার চিন্তাভাবনা আমার নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস