X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মওকুফ হলেও দিতে হচ্ছে হল-পরিবহন ফি, ক্ষুব্ধ চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫

মওকুফের ঘোষণা দিয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের কাছ থেকে হল ও পরিবহন ফি আদায় করা হচ্ছে। এক ঘোষণা সংশোধন করে আরেক বিজ্ঞপ্তি দিলেও নির্দিষ্ট পর্ষদে তা পাস হয়নি। ফলে ফি মওকুফ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার দফতরের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৫৭তম যৌথ সভার সিদ্ধান্ত- ১(ছ) অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে হল, বাসন-কোসন ও পরিবহন ফি মওকুফ করার ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পাস বন্ধ থাকায় দীর্ঘ ১৭ মাস এসব সুবিধা ভোগ করেননি শিক্ষার্থীরা। 

তবে পরে সমালোচনার মুখে সংশোধনী দিয়ে গত ৩১ আগস্ট নতুন বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের বন্ধের সময় পর্যন্ত পরিবহন, বাসন-কোসন ও আবাসিক হলের সিট ভাড়া খাতে নির্ধারিত ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে এসব অর্থ আদায় করা হয়েছে, তাদের পরিশোধকৃত অর্থ সমন্বয় করে ফেরত দেওয়া হবে।

কিন্তু এরপরও ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের সভা না হওয়ায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এই ঘোষণাটি পাস হয়নি। এ নিয়ে জটিলতা থেকেই দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ফলে ব্যাংকে ভর্তি ফি জমা গেলে শিক্ষার্থীদের থেকে হল ও পরিবহন ফিও আদায় করা হচ্ছে। আবাসিক শিক্ষার্থীদের হল ও বাসন-কোসন ফি এবং অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন ফি যথাক্রমে এক হাজার ১৫৫ ও ৫৭৯ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরী বলেন, যাদের ফি মওকুফ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে-পরের কোনও সেশন থাকলে তাদেরটা আদায় করা হচ্ছে। এখানে অনেক পুরনো সেশনের শিক্ষার্থীও আছে।

নতুন বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি বিস্তারিত জানি না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলতে পারবেন।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তবে যে পর্ষদ এই সিদ্ধান্ত দিয়েছে, সেই পর্ষদে আবার পুনর্বিবেচনা হবে। তারাই এর ব্যাখ্যা দেবেন। সেখানে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তবে আপাতত শিক্ষার্থীরা টাকা দেবে, পরে আবার ফেরত পাবে—এটা নিশ্চিত।’

এদিকে মওকুফের ঘোষণা দিয়েও এসব ফি আদায় করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশফাক প্রত্যয় বলেন, ‘ভর্তি ফি জমা দিতে গিয়ে দেখি হল ও পরিবহন ফিও নিচ্ছে। ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে বলেন, তারা কিছু জানেন না। বিশ্ববিদ্যালয়ের এমন প্রহসন ও বেগতিক কার্যক্রমের দ্বারা আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এমনিতেই কোনও আধুনিকায়ন নেই, তার ওপর বারবার হেনস্তার মুখে পড়তে হচ্ছে।’

একই বর্ষের আরেক শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব বলেন, ‘করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ও পরীক্ষা নিয়ে এমনিতে শিক্ষার্থীরা বিপর্যস্ত। তার ওপর প্রশাসনের এমন সিদ্ধান্ত ও কার্যক্রম হতাশাজনক। আশ্বাস না দিলে একটা কথা ছিল। তাছাড়া যদি এ টাকা ফেরত দেওয়া হয়, তাহলে এখন ভোগান্তির মুখে জমা দিতে হচ্ছে কেন?’

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা