X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টিকা পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, কুবি খোলা নিয়ে অনিশ্চয়তা

কুবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

করোনাকালে দীর্ঘ বন্ধের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ করোনা টিকার প্রথম ডোজ না পাওয়ায় দ্রুততম সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, আমাদের ১০ শতাংশ শিক্ষার্থীও টিকা নেয়নি। টিকার প্রথম ডোজ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলতে হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে, টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ের থেকেই পিছিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরুর সময়ে কুবি প্রশাসন শিক্ষার্থীদের তালিকা পাঠানোতে দেরি করেছে। এ কারণে টিকা নেওয়ায় পিছিয়ে পড়েছেন তারা।

তবে, সম্প্রতি আবারও টিকার নিবন্ধন করতে না পারা শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার দ্রুতই টিকা পেয়ে যাবেন শিক্ষার্থীরা। টিকা পাওয়া সহজ করতে বিশ্ববিদ্যালয়ে বুথ স্থাপনের পরিকল্পনাও চলছে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী বলেন, শুরুতে আমাদের প্রশাসন তালিকা পাঠানোতে দেরি করায় টিকা নেওয়ার হার কম। তবে এখন আবার নতুন করে তথ্য নিয়েছে। অনেকেই টিকা নিচ্ছে।

রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের বলেন, টিকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ রাত ৮টায় একটা মিটিং আছে। আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের সভা। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আবার আগামী ৭ অক্টোবর আমাদের একাডেমিক কাউন্সিলের সভা আছে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।

কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চাই। আজকে রাতে সভা থেকে টিকার ব্যাপারে তথ্য জানতে পারবো। এরপর আগামী ১১ অক্টোবর সিন্ডিকেট সভা আছে। এর আগে একাডেমিক কাউন্সিলের সভা আছে। সেখানে একটা সিদ্ধান্ত হবে। আমার শিক্ষার্থীদের বলবো, তারা যেন দ্রুত নিবন্ধন করে ফেলে। নিবন্ধন করে ফেললে আমরা বিশ্ববিদ্যালয়েই বুথ স্থাপন করে তাদের টিকা দিতে পারবো।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্নাতকোত্তর ও স্নাতকের চূড়ান্ত বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। অনেক শিক্ষার্থীই হলে থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র