X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাড়ির কাছে পরীক্ষা দিতে পেরে খুশি ঢাবির ভর্তিচ্ছুরা

ময়মনসিংহ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১২:০১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২:০৯

প্রথমবারের মতো ঢাকাসহ অন্যান্য বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সে অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় অংশ নিতে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা সকাল থেকে বাকৃবির ক্যাম্পাসে আসতে থাকেন। ঢাকায় না গিয়ে ময়মনসিংহে বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীসহ অভিভাবকরা বেশ খুশি।

শেরপুর সদর থেকে পরীক্ষা দিতে আসা জেবুন নাহার সুমি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে আগের দিনই ঢাকায় চলে যেতে হতো। এবার ময়মনসিংহে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করায় সকালেই শেরপুর থেকে ময়মনসিংহে চলে আসি। বাড়ির কাছে পরীক্ষা দিতে পারায় খুব সুবিধা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে পরীক্ষা দিতে আসা কামরুন নাহার বলেন, তারা কয়েকজন মিলে একটি মাইক্রোবাস ভাড়া করে ফজরের পর রওনা দেন।

বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা

অভিভাবক লুৎফুন্নেসা জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচ্ছন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। 

তিনি আরও জানান, অধিক সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক একসঙ্গে চলে আসায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাটা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তবে ভর্তি পরীক্ষায় হলের ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিচ্ছে।

বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ১৩টি অনুষদে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটে সাত হাজার ৮১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এসএইচ/
সম্পর্কিত
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে