X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

ঢাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৪:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪:৩২

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন অপরাজেয় বাংলার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. রহমতুল্লাহ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ আখতারুজ্জামান বলেন, ‘মাঝে মাঝেই বাংলাদেশের মতো সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে। বিভিন্ন ঘটনা সৃষ্টি করে, যা দুঃখজনক। সম্প্রীতির বন্ধন বিনষ্ট করে এমন কোনও কাজই কাম্য নয়।’

উপাচার্য বলেন, ‘সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে হবে। ঘটনাগুলো সংঘটনকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া জরুরি। এটি যদি না করা হয়, তাহলে ভবিষ্যতেও এই অপশক্তি আমাদের সম্প্রীতির বন্ধন নষ্ট করার অপতৎপরতায় লিপ্ত হবে।’

সাদা দলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. লুৎফর রহমান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আমাদের এখানে দাঁড়াতে হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে। এতদিন পরেও আমরা সম্প্রীতি রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতার দায় যাদের ওপর বর্তায় তারা এসব এড়াতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, এসব ঘটনা যারা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দিয়ে আর যেন এ রকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিশ্চিত করুন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা এখানে সম্পূর্ণ ভিন্ন বিষয় দেখলাম, মানসিকতার পরিবর্তন ঘটিয়ে শিশু-কিশোরদের হত্যাযজ্ঞে লেলিয়ে দেওয়া হচ্ছে। একই শহরে বেড়ে ওঠা একটা ছেলে আরেকটা সমবয়সী ছেলেকে মারতে আসছে। কী ধরনের মানসিক ট্রমার মধ্যে থাকলে এ রকম কাজ করা সম্ভব সত্যিই চিন্তার বিষয়।’

ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, ‘নোয়াখালীর ইসকন মন্দিরে দুই জন মানুষকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজন ২০ বছরের তরুণ, যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। কোনও ধর্মেই খাবার গ্রহণের সময় এভাবে ধ্বংসযজ্ঞ সমর্থন করে না। কিন্তু এখানে তাই-ই হয়েছে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্য সাদেকা হালিম, নীল দলের আহ্বায়ক ড. মুহম্মদ সামাদ, নীল দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগ ও ইনিস্টিটিউটের শিক্ষকরা।

 

/আইএ/
সম্পর্কিত
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?