X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মাতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান উপস্থিত থেকে এ ফল ঘোষণা করেন।

সাত কলেজের ভর্তি পরীক্ষায় পাশের হার ৬৭.৯০ শতাংশ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষায় পাশের হার ৮১.০৬ শতাংশ।

অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক অনুষদে আসন সংখ্যা ১১ হাজার ৯০৫, ভর্তি পরীক্ষায় পাশ করেছে ১৪ হাজার ৩৮২ জন। এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্মিলিত আসন সংখ্যা ২৬৫৫, পাশ করেছে ৪ হাজার ৪৯৫ জন; এর মধ্যে বিজ্ঞানের আসন সংখ্যা ২ হাজার ৩০, মানবিকের ১ হাজার ৫৯৪, ব্যবসায় শিক্ষার ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতিতে ৫০ আসন।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষরা।

এসময় জানানো হয়, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি ছাত্রী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবে।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GOC টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ পরীক্ষার্থী ফলাফল জানতে পারবে। সরকারি সাত কলেজের এসএমএস’র মাধ্যমে রেজাল্ট জানতে DU CHM টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১০৭ পেয়ে প্রথম হয়েছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল ইসলাম, ১০৬ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী আবু কাউসার এবং ১০৫.৯৪ পেয়ে পেশে তৃতীয় হয়েছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ও সাত কলেজের শিক্ষার্থীরা ২৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম পূরণ করবে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের কোটায় আবেদনকারীরা ২১-২৮ নভেম্বর জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিস ও সাত কলেজের কলা ও সামাজিক অনুষদের কোটায় আবেদনকারীরা ২১-২৯ নভেম্বর কলা অনুষদ থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

/এমএস/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ