X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাবি ও দেশের ইতিহাস অবিচ্ছেদ্য: শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস এবং বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র হিসেবে গড়ে ওঠার ইতিহাস অবিচ্ছেদ্য।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস ও বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র হিসেবে গড়ে ওঠার ইতিহাস অবিচ্ছেদ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে গবেষণামূলক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে। প্রতিষ্ঠার প্রথম অর্ধশত বছরে এই বিশ্ববিদ্যালয় যে শিক্ষিত, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক চেতনায় পরিশীলিত মধ্যবিত্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছিলো—তাদের হাত ধরেই অর্জিত হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, "যাদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তাদের অনেকেই ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক। চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখার জন্য শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে বিশ্ববিদ্যালয় তৈরি করবে বলে আমার বিশ্বাস।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পূর্ব বাংলায় একটি শিক্ষিত, মধ্যবিত্ত ও বুদ্ধিবৃত্তিক শ্রেণির বিকাশ ঘটিয়ে একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেই রাষ্ট্রের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির বিবর্তন ও উন্নয়নে অব্যাহতভাবে যদি কোনও একক প্রতিষ্ঠান অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে থাকে­­­-তা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বে বিরল। আন্তর্জাতিক জ্ঞানরাজ্যেও এর অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অটোমেশন এবং রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ ইন্টারনেটভিত্তিক তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে উদ্ভূত নানামুখী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ততা অর্জন করাই এখন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এক্ষেত্রে নৈতিক মূল্যবোধ এবং মানবিক আচরণের উৎকর্ষের জন্যে রোবোটিকস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিবেচনায় নেওয়া এখন সময়ের জোর দাবি।"

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, "এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা থেকে আমরা উত্তরণ পেয়েছি। গবেষণার জন্য অধ্যবসায় দরকার, শুধু বড় বড় বিল্ডিং অবকাঠামো থাকলেই গবেষণা হয় না।”

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণকালে বলেন, "এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিখেছি আর্তমানবতার সেবা।” এসময় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি বাড়ানোর আহবান জানান তিনি।

এছাড়াও এসময় শতবর্ষের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে