X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে রাবিতে স্টিয়ারিং কমিটির আহ্বায়ক পদে এত প্রার্থী

রাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ০৯:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আজ নির্বাচন করা হবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে তালিকাভুক্ত ৬৭০ জন শিক্ষক  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।

এবার নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান কমিটির কো-কনভেনার তারিকুল হাসান, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক খলিলুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিৎ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর নির্বাচন হবে।  
   
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল আহ্বায়কসহ চারটি পদে জয় লাভ করে। বাকি ১৬ পদে জয় পায় দুর্নীতি বিরোধী শিক্ষকরা।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৩ নভেম্বর অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আজ আহ্বায়ক পদে নির্বাচন হচ্ছে।

যে কারণে রেকর্ড সংখ্যক প্রার্থী
নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা বিগত কয়েক বছরের প্রার্থিতার রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা। সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়ে শিক্ষকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, দলের মধ্যে যে অনৈক্য রয়েছে, বেশি প্রার্থী হওয়া সেটাই স্পষ্ট করেছে। 

প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহান আহ্বায়ক পদের নির্বাচনে একাধিক প্রার্থিতাকে অধিকগণতান্ত্রিকতার বহিঃপ্রকাশ বলে মনে করেন। তিনি বলেন, আহ্বায়ক পদের নির্বাচনে প্রার্থী গত এক দশকে সর্বোচ্চ সংখ্যক। তবে আমি মনে করি, আমরা অধিকগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বলেই এতো সংখ্যক শিক্ষক প্রার্থী হয়েছেন।
 
দলের আরেক সদস্য ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে অনেকে প্রার্থী হয়েছেন এটা ঠিক। তবে দলের মধ্যে বিভিন্নভাবে গড়ে ওঠা উপদল, দলকে নেতৃত্ব দেওয়ার সুপ্তবাসনা, পদ ব্যবহার করে সুযোগ-সুবিধা নেওয়ার চিন্তা এসব বিষয়গুলোকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, অনেক শিক্ষক অধ্যাপনার শেষ জীবনে এসে দলের নেতৃত্ব দিতে চান। আবার কেউ কেউ সিভি ভারী করতে চান। যেহেতু দল এখন ক্ষমতায়, যদি নিজের গ্রহণযোগ্যতা দেখিয়ে কোনও সুযোগ-সুবিধা পাওয়া যায়। দলের মধ্যে বিভিন্ন গ্রুপ গড়ে ওঠার কারণে  প্রত্যেক গ্রুপই নিজেদের পছন্দের মানুষকে এখানে প্রতিষ্ঠিত করতে চান। এসব কারণে একাধিক প্রার্থী হয়েছে বলে মনে করেন প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা।

 

/টিটি/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!