X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সাদিক, সম্পাদক সাদ

ঢাবি প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৯:০৪আপডেট : ২২ জুন ২০২২, ১৯:০৪

সাদেকুল ইসলাম সাদিককে সভাপতি ও আরাফাত সাদকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০তম কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক নাথান এল টুডু, দফতর সম্পাদক আতিকুর রহমান (সায়েম), প্রচার প্রকাশনা সম্পাদক শ্যামল বরণ দাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদুল হাসান মাহিন, স্কুল ও পাঠাগার সম্পাদক রেজওয়ান কবির, সহ-সম্পাদক তাফসিরুল্লাহ এবং সদস্য চন্দন ঘোষ, মোকতার আহমদ, রিপন তপু, নবজ্যোতি ত্রিপুরা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান এবং ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।

সম্মেলনে বক্তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনকে ব্যয়বহুল করে তোলা ও আসন কমানোর মাধ্যমে উচ্চ শিক্ষা সংকোচন, আবাসন সংকট নিরসন না করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা, ক্যাম্পাসে দখলদারিত্বের পরিবেশ বজায় রাখা, ইউজিসি'র কৌশলপত্র বাস্তবায়ন, সম্প্রতি সিনেট অধিবেশনে প্রস্তাবিত ‘পে একরডিং টু এবিলিটি’ প্রভৃতির প্রতিবাদ করেন এবং শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামকে অভিবাদন জানান। তারা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শিক্ষাব্যবস্থার জন্য পুঁজিবাদী বিশ্বব্যবস্থাকে এবং শাসনক্ষমতায় থাকা সরকার ব্যবস্থাকে দায়ী করেন।

অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্যসাবেক কমিটির সভাপতি সালমান সিদ্দিকী উচ্চ শিক্ষা ও ঢাবি শিক্ষা সংকটের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৪ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সর্বশেষে বটতলা থেকে র‌্যালি শুরু হয়ে মধুর ক্যান্টিন হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘুরে অপরাজেয় বাংলার সামনে র‌্যালি শেষের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ