X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভর্তিচ্ছুর জন্য হোটেল খুঁজতে গিয়ে ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ০১:১২আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:১২

ভর্তি পরীক্ষার্থীর জন্য হোটেল খুঁজতে গিয়ে দালালের খপ্পরে পড়ে মারধর এবং ছিনতাইয়ের শিকার হয়েছেন দুলাল চন্দ্র নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকার আলীগঞ্জ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।  বর্তমানে রাজশাহী মেডিক্যাল হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। দুলাল চন্দ্র বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। 

ভুক্তভোগীর বরাত দিয়ে কুড়িগ্রাম জেলা সমিতির সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য লক্ষ্মীপুর মোড়ে আবাসিক হোটেল খুঁজতে গেয়েছিল দুলাল। তখন একজন লোক এসে তাকে বলে সে হোটেলের ব্যবস্থা করে দিতে পারবে। পরে ওই লোকের সঙ্গে রিকশায় করে সে লক্ষ্মীপুরের পাশে আলীগঞ্জের পশ্চিমপাড়ায় পৌঁছালে তিন জন ছেলে তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। পরে তার টাকা-পয়সা মোবাইল সব কিছু ছিনিয়ে নেয়।  পরে তাকে  বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজশাহী মেডিক্যাল হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সলীল সমাদ্দার বলেন, তাকে মাথার পেছনে মারা হয়েছে এবং হাতের কবজিতে ব্লেডের আঘাত রয়েছে। মাথার পেছনে মারধরের আঘাত দেখে মনে হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং সে কারণে ফুলে আছে। এই মুহূর্তে তার চিকিৎসা এখানে করা সম্ভব না বলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠিয়েছি।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আসাবুল হক বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। আগে ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা জরুরি। তারপর কারা এমন করেছে, কী কারণে করেছে. তা বের করা হবে।’

রাজপাড়া থানার ওসি গোলাম মো. জাহাঙ্গীর আলম বলেন,  বিষয়টি শুনেছি। শিক্ষার্থী সুস্থ হলে, তার কাছ থেকে  ঘটনার  বর্ণনা শুনে পরবর্তী পদক্ষেপ নেবো।

/টিটি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা