X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় স্যান্ডউইচ, বাসি শিরায় হয় জিলাপি

রাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১

পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের তিন হোটেলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোটেলগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ সন্ধ্যায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি খাবার হোটেল ও দুটি আবাসিক হলে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২০০৯ সালের আইনের ৩৯, ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী তিনটি হোটেলের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব দোকান মালিক ও হলের হোটেল ও ক্যান্টিন কর্মচারীদের সচেতন করার চেষ্টা করেছি। জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা জায়গায় স্যান্ডউইচ তৈরি এবং ফ্রিজে আগের দিনের নুডলস সংরক্ষণ করার অপরাধে স্টেডিয়াম মার্কেটের ‘সিলসিলা রেস্তোরাঁ’র মালিককে ১০ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকায় এবং পচা আলু রাখার অপরাধে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন ‘বাবু হোটেলের’ মালিককে দুই হাজার এবং পোড়া তেল এবং বাসি শিরা দিয়ে জিলাপি বানানোর অপরাধে শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন ‘হাবিব হোটেলের’ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মাদার বখস্ এবং শেরে বাংলা ফজলুল হক হলের ডাইনিং ও ক্যান্টিনের সংশ্লিষ্টদের খাবার তৈরি ও পরিবেশনে সতর্ক থাকতে বলা হয়।

এদিকে গত ৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

/টিটি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ