X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি শিল্পীদের ‘আর্টিস্টস মেক স্পেস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ২৩:৩৮আপডেট : ১০ নভেম্বর ২০২২, ২৩:৩৮

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল গত ৭০ বছর ধরে সৃজনশীলতা ও মতামত প্রকাশ করার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এই উপলক্ষে বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ), তারা থিয়েটার (যুক্তরাজ্য) ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে আয়োজন করেছে ‘আর্টিস্টস মেক স্পেস’ (এএমএস)। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ প্রকল্পের উদ্বোধনী প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে চলছে। এই প্রদর্শনী চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগ্রহীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

মহামারির সময়ে ভার্চুয়াল জগতের যে উপযোগিতা ও নির্ভরশীলতা তৈরি হয়েছিল; বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ) ও তারা থিয়েটার (যুক্তরাজ্য) এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে সাত জন বাংলাদেশি শিল্পী ও সাত জন যুক্তরাজ্যের শিল্পীকে একত্রিত করে। এই ১৪ জন শিল্পী ভার্চুয়াল যোগাযোগের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সমন্বিত চিন্তাগুলোকে সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতাকে অতিক্রম করে একত্রিত করেছে এবং সৃষ্টি করেছে তাদের শিল্পকর্ম। এই প্রকল্পে বাংলাদেশ থেকে শিল্পী ঢালী আল মামুন, সালাউদ্দিন আহমেদ ও মাহমুদুল হোসেন এবং যুক্তরাজ্য থেকে জেনিফার ট্যাং, ক্লাইভ লিটল, উজমা হামিদ ও যাসপ্রীত কৌর মেন্টর হিসেবে নিয়োজিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতার ও প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. মাহবুবুল হক, শিল্পী ঢালী আল মামুন এবং শিল্পী নাজলী লায়লা মনসুর।  

প্রদর্শনী কিউরেট করেছেন শিল্পী মাহবুবুর রহমান ও নাতাশা কাঠি চন্দ্রা। বাংলাদেশে এই প্রদর্শনী পর্যায়ক্রমে ঢাকা ও সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম (সিলেট), ব্রিটিশ কাউন্সিল (ফুলার রোড, ঢাকা) ও বৃত্ত আর্টস ট্রাস্ট (ঢাকা) এই তিনটি ভেন্যুতে প্রদর্শিত হবে। প্রকল্পটি ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার- এই তিনটি ভেন্যুতে।

তরুণ বাংলাদেশি ও যুক্তরাজ্যের শিল্পীদের মধ্যে সহযোগিতা ও স্বকীয়তাকে অনুপ্রাণিত করতে এবং বাংলাদেশে ৭০ বছর উদযাপন উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা (কমিশন) প্রদান করেছে।  

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা