X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা

সিকৃবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ২২:৫১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২২:৫১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে নিয়োগের বিষয়টি জানা যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

বাংলা ট্রিবিউনকে উপাচার্য জামাল উদ্দিন ভূঞা বলেন, আমাকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে অগ্রগামী করতে কাজ করবো। এর জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা কামনা করেন। 

অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এছাড়া আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, ডিন, ভেটেরিনারি ক্লিনিকের পরিচালক, শারীরিক শিক্ষা বিভাগ ও ফার্মের পরিচালক, কোয়ালিটি এস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালকসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সংগঠনটির সভাপতি ও উপদেষ্টাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু ফাওন্ডেশন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ পেশাজীবি ও সামাজিক সংগঠনে সক্রিয় রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিলেন সিকৃবির প্রক্টর ও ছাত্রপরামর্শ পরিচালক
বাজে ব্যবহারের অভিযোগে প্রভোস্ট বললেন ‘শাসন ছাড়া আর কিছুই না’
সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ.লীগপন্থিরা
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ