X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

ইতিহাস-ঐতিহ্যে রঙিন শাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০২২, ১৯:৫২আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯:৫২

নানা রঙে রঙিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ৯টি বগি। সম্প্রতি গ্রামীণ ফোনের অ্যান্ড-টু-অ্যান্ড ডিজিটাল প্রডাক্ট ‘স্কিটো’ ক্যানভাস বানিয়ে ট্রেনের বগিগুলো রাঙিয়ে তুলেছে তারুণ্যের রঙে।

ট্রেনের প্রতিটি বগিতে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সৌন্দর্য। রঙিন শাটল ট্রেন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও। রঙিন শাটলের পাশে হাসিমুখে ছবি তুলছেন অনেকে। বিচিত্র শিল্পকর্ম দেখে মন জুড়াচ্ছেন তারা।

ট্রেনে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সৌন্দর্য

শাটল ট্রেনে রঙিন করার উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক অরূপ বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আবেগের আরেক নাম শাটল ট্রেন। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী শাটলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন। চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব অনেক। শিক্ষার্থীরা রঙিন ট্রেনে যাতায়াত করলে মন ভালো হবে। সারা দেশের মধ্যে শাটল ট্রেন আছে মাত্র এক জোড়া। এগুলো শিল্পকর্মে ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক। শাটল ট্রেনে রঙ তুলিতে বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ, বিশ্ববিদ্যালয় গেট, নতুন ব্রিজ, সিটি গেটসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্পটগুলো ফুটে উঠেছে। এই কারণে ট্রেনটি দেখতে আগের চেয়ে নতুন লাগবে। বগিগুলো শিক্ষার্থীদের কাছে শিল্পের বার্তা পৌঁছে দিচ্ছে। এই কাজে চবি শিক্ষার্থী ও শিল্পীরা সহযোগিতা করেছেন।’

রঙিন শাটল ট্রেন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও

এর আগে একটি শাটল ট্রেনের বগি রঙিন করেছেন জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার। জার্মানির আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান এই শিল্পী তার নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিল্পকর্মে রঙিন করেছেন শাটল ট্রেন। এই কাজে তাকে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। ট্রেনে তার শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সংসদ ভবন, সিআরবি, সূর্যাস্ত ও সমুদ্রসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য।

এ বিষয়ে হেড অব স্কিটো কাজী এমরান মাহবুব বলেন, ‘এটি অসাধারণ উদ্যোগ। ডিজিটাল দুনিয়ায় স্কিটো বটের নিজস্ব একটি অবস্থান রয়েছে, যা এখন ট্রান্সমিডিয়া স্টোরি টেলিংয়ের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে মিশে গেছে। তাছাড়া, প্রথম ব্র্যান্ড হিসেবে শাটলে নিজেদের পরিচয়–তারুণ্যকে, তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তরুণরাই আমাদের অগ্রাধিকারের বিষয়। এটি নিঃসন্দেহে একটি চমৎকার দলগত প্রচেষ্টার দূরদর্শী উদ্যোগ।’

/এএম/
সম্পর্কিত
অনলাইনে ট্রেনের টিকিট যেভাবে কেনা যাবে
মালিবাগে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সর্বশেষ খবর
টস হেরেছে বাংলাদেশ
টস হেরেছে বাংলাদেশ
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী