X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় রাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার, পলাতক ২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:০২

গাঁজাসহ আটক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই নেতাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় আরও দুই ছাত্রলীগ নেতাকে আসামি করেছে পুলিশ। তারা পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) নগরীর মতিহার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

গ্রেফতারকৃতরা হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক সাইফুল ইসলাম ও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক রোজেল। পলাতক আসামিরা হলো—শের-ই-বাংলা ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।  

আরও পড়ুন: গাঁজাসহ রাবি ছাত্রলীগের ৪ নেতা আটক

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর থেকে ছাত্রলীগের চার নেতাকে আটক করে প্রক্টরিয়াল বডি। এ সময় তাদের থেকে ৩২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দফতরে আনা হয়। তাদের মধ্যে রাজু ও সোহান প্রক্টর দফতর থেকে পালিয়ে যায়। পরে অন্য দুই আসামি সাইফুল ও রোজেলকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আসামি পালিয়ে যাওয়া নিয়ে প্রক্টরিয়াল বডির ভিন্ন ভিন্ন বক্তব্য

গাঁজাসহ আটক চার ছাত্রলীগ নেতার মধ্যে দুই জন পালিয়ে যাওয়া নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই রকম বক্তব্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি, ওই দুই আসামি ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়েছে। অন্যদিকে এক সহকারী প্রক্টরের দাবি, ওই দুই শিক্ষার্থী ফরম পূরণের জন্য ব্যাংকে যাওয়ার কথা বলে প্রক্টর দফতর ত্যাগ করে।

বৃহস্পতিবা বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চার জনকে আটক করেছিলাম। এর মধ্যে দুই জনকে পুলিশে সোপর্দ করেছি। অন্য দুই জন ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে গেছে।’

অন্যদিকে সহকারী প্রক্টর পুরণজিত মহলদার গণমাধ্যমকে বলেন, ‘পালিয়ে যাওয়া দুই শিক্ষার্থী বলেছিল, আজ তাদের ফরম পূরণের শেষ দিন। ব্যাংকে টাকা জমা দিয়ে ফিরে আসবে, এমন শর্তে তারা প্রক্টর দফতর ত্যাগ করে। তবে পরে আর ফিরে আসেনি।’

তিনি আরও বলেন, ‘জেলে বসেও শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। সেই জন্য আমরা তাদের যাওয়ার অনুমতি দিয়েছি। তবে পুলিশ যদি ওই শিক্ষার্থীকে গ্রেফতারে আমাদের সহযোগিতা চায়, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।’

রাবি ছাত্রলীগ সভাপতির সঙ্গে ঘুরছে মাদক মামলার পলাতক আসামি

এদিকে মাদক মামলার পলাতক আসামি রাজুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুকিটাকি থেকে পরিবহন চত্বরগামী রাস্তায় গোলাম কিবরিয়ার পাশাপাশি আরেকটি মোটরসাইকেলে তাকে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি টুকিটাকি থেকে হলে যাচ্ছিলাম। এ সময় রাজু আমার পেছন পেছন আরেকটি বাইকে আসে।’

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যতটুকু শুনেছি এ ঘটনার মূলহোতা রাজুর বন্ধু। সে রাজুকে ডেকে নিয়ে গিয়েছিল। তবে যেহেতু অভিযোগ উঠেছে, আমরা প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

/এসএইচ/
সম্পর্কিত
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?