X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪০০ ব্যাগ রক্ত সংগ্রহ করলো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ২২:১৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২২:১৬

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে সংগঠনটি। কর্মসূচি থেকে প্রায় চার শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ ও আট শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

সোমবার (৯ জানুয়ারি) সকালে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এই কর্মসূচি শুরু হয়। দিনভর চলে এই রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, সংগৃহীত রক্ত বিতরণ ও হেলথ ক্যাম্প কর্মসূচি। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

দুপুরে ‘বাংলাদেশ ছাত্রলীগ: মানবতায় অগ্রদূত’ শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করে সংগঠনটি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও শহীদ বুদ্ধিজীবী কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।

সভায় মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের আগে ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন। সেই ছাত্রলীগ আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং রক্তদানের মত মহৎ একটা কর্মসূচি হাতে নিয়েছে। আমি এই উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধুর যে গণমুখী স্বাস্থ্যসেবার চিন্তা ছিল, তা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের মেডিক্যাল কলেজগুলোতে এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী লেখাপড়া করতে আসেন। এটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অবদান। এ কর্মসূচির মাধ্যমে ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে তা বিতরণ করা হবে।

গত ৬ জানুয়ারি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের শোভাযাত্রা পূর্ব সমাবেশের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনা প্রসঙ্গে সাদ্দাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছি।

 

/এমআর/
সম্পর্কিত
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা