X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জবির পরিবহন অফিসে তালা ঝুলিয়ে দিলেন গাড়িচালকরা

জবি প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩, ২২:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকরা। পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবিতে তালা ঝুলিয়ে দফতরের কার্যক্রম বন্ধ করে দেন তারা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটান বিক্ষুব্ধ গাড়িচালকরা। ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিনা কারণে গাড়ি চালাতে না দিয়ে বসিয়ে রাখা, চালকদের সাথে অশালীন আচরণ, হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ চালকদের। এ নিয়ে এদিন বিকালে এই দুই কর্মকর্তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও দেন চালকরা।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, পরিবহন দফতরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরাভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির দীর্ঘদিন থেকেই চালকদের সাথে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন। এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন তারা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককে হয়রানিসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ তাদের।

এ নিয়ে এদিন বিকালে এই দুই কর্মকর্তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও দেন তারা। পরে উপাচার্যের সমাধানের আশ্বাসে গাড়ি চালাতে সম্মত হলেও পরিবহন অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন চালকরা। দুই কর্মকর্তাকে এই দফতর থেকে অব্যাহতি না দিলে সব চালককে অন্য দফতরে নিয়োগের দাবিও জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন চালক বলেন, 'আমাদের সব চালকের সাথেই তারা সবসময় খারাপ আচরণ করেন। বিনা কারণেই আমাদের কয়েকজন চালককে দীর্ঘদিন বসিয়ে রেখেছিলেন। সবসময়ই অশ্রাব্য ভাষায় গালাগালসহ বিভিন্নভাবে হয়রানি করেন। আমরা সবাই এই দফতর থেকে তাদের অব্যাহতি চাই। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। আমি উপাচার্য মহোদয়কে বলে দিয়েছি, হয় আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, না হয় তাদেরকে এই দফতর থেকে সরান।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, 'পরিবহন দফতরের প্রধান দায়িত্বে ট্রেজারার। তার সাথে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

/এমএস/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা