X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

জবির পরিবহন অফিসে তালা ঝুলিয়ে দিলেন গাড়িচালকরা

জবি প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩, ২২:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকরা। পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবিতে তালা ঝুলিয়ে দফতরের কার্যক্রম বন্ধ করে দেন তারা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটান বিক্ষুব্ধ গাড়িচালকরা। ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিনা কারণে গাড়ি চালাতে না দিয়ে বসিয়ে রাখা, চালকদের সাথে অশালীন আচরণ, হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ চালকদের। এ নিয়ে এদিন বিকালে এই দুই কর্মকর্তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও দেন চালকরা।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, পরিবহন দফতরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরাভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির দীর্ঘদিন থেকেই চালকদের সাথে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন। এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন তারা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককে হয়রানিসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ তাদের।

এ নিয়ে এদিন বিকালে এই দুই কর্মকর্তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও দেন তারা। পরে উপাচার্যের সমাধানের আশ্বাসে গাড়ি চালাতে সম্মত হলেও পরিবহন অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন চালকরা। দুই কর্মকর্তাকে এই দফতর থেকে অব্যাহতি না দিলে সব চালককে অন্য দফতরে নিয়োগের দাবিও জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন চালক বলেন, 'আমাদের সব চালকের সাথেই তারা সবসময় খারাপ আচরণ করেন। বিনা কারণেই আমাদের কয়েকজন চালককে দীর্ঘদিন বসিয়ে রেখেছিলেন। সবসময়ই অশ্রাব্য ভাষায় গালাগালসহ বিভিন্নভাবে হয়রানি করেন। আমরা সবাই এই দফতর থেকে তাদের অব্যাহতি চাই। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। আমি উপাচার্য মহোদয়কে বলে দিয়েছি, হয় আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, না হয় তাদেরকে এই দফতর থেকে সরান।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, 'পরিবহন দফতরের প্রধান দায়িত্বে ট্রেজারার। তার সাথে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

/এমএস/
সম্পর্কিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮
শিক্ষাসফরে স্বপ্নপুরীতে গিয়ে মারধরের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী
নিরাপত্তার দাবিতে জাবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
গানের শিল্পী, গ্রামোফোন, ক্যাসেট ও অন্যান্য: পর্ব ১৬রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
কমিউনিটি সেন্টারে নিকাহ রেজিস্ট্রি নিয়ে দুই কাজীর টানাটানি
কমিউনিটি সেন্টারে নিকাহ রেজিস্ট্রি নিয়ে দুই কাজীর টানাটানি
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
সর্বাধিক পঠিত
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ